Connect with us

ক্রিকেট

পদত্যাগ করলেন বিসিবির রিহ্যাব প্রধান ক্যালেফাতোর

বিসিবির রিহ্যাব প্রধান জুলিয়ান ক্যালেফাতো। ছবি- গুগল

পদত্যাগ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) রিহ্যাব প্রধান জুলিয়ান ক্যালেফাতো।

বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে ক্যালেফাতো তার পদত্যাগ পত্র বিসিবিতে জমা দিয়েছেন।

বিসিবির সিনিয়র পরিচালক জালাল ইউনুস বিষয়টি নিশ্চিত করে জানান, ক্যানসারে আক্রান্ত হয়েছে ক্যালেফাতোর বান্ধবী। অসুস্থ বান্ধবীর পাশে থাকতেই বিসিবি চাকরি ছাড়ছেন তিনি।

ক্যালেফাতো অব্যাহতিপত্রে উল্লেখ করেছেন, তিনি জুন মাসের পর আর বিসিবির সাথে কাজ করবেন না। আগামী ৩০ জুনই হবে তার শেষ কার্যদিবস।

আরও পড়ুন: সাদিও মানেদের কাছে প্রীতি ম্যাচে হারল ব্রাজিল

ক্রিফোস্পোর্টস/২২জুন২৩/এমএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট