Connect with us

ক্রিকেট

ঢাকা টেস্ট: স্বস্তিতে প্রথম দিন পার করল টাইগাররা

ছবি- গুগল

আফগানিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম দিন স্বস্তিতে পার করেছে টাইগাররা। ব্যাটার নাজমুল শান্তর ১৪৬ রানের ইনিংসে ভর করে ৩৬২ রানে দিন শেষ করেছে বাংলাদেশ। হাতে ৫ উইকেট নিয়ে আগামীকাল আফগান বোলারদের মুখোমুখি হবে মুশফিক-মিরাজরা।

বুধবার মিরপুরের শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্ট ম্যাচে টস হেরে আফগানিস্তানের আমন্ত্রণে ব্যাটিং করতে নামে বাংলাদেশ।

এদিন শুরুতেই ইনজুরি কাটিয়ে জাতীয় দলে ফেরা জাকির হাসানের উইকেট হারিয়ে হোচট খায় বাংলাদেশ। ম্যাচের দিনের দ্বিতীয় ওভারে আফগানদ অভিষিক্ত পেসার নিজাত মাসুদের অফ স্টাম্পের বল খেলতে গিয়ে আউট হন জাকির।

পরে তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন নাজমুল হোসেন শান্ত। ওপেনার মাহমুদুল হাসান জয়কে সঙ্গে নিয়ে ৫৮ বলেই টেস্ট ক্যারিয়ারের চতুর্থ অর্ধশতক পূর্ণ করেন শান্ত। দুজনের দুর্দান্ত জুটিতে এগিয়ে যায় বাংলাদেশের রানের চাকা। টেস্ট ক্যারিয়ারে তৃতীয় সেঞ্চুরি তুলে নেন শান্ত। মাত্র ১১৮ বলে দ্রুত এই সেঞ্চুরি করেন তিনি। অপরদিকে ক্যারিয়ারের তৃতীয় হাফসেঞ্চুরি করেন তরুণ ওপেনার জয়।

পরে জয় ফিরে গেলে ভেঙে যায় শান্তর ২১২ রানের জুটি। জয় ফিরেন ৭৬ রানে। পরে শান্ত ১৪৬, মুমিনুল ১৫, লিটন ৯ রানে ফিরে গেলে হাল ধরেন মুশফিক ও মিরাজ।

সংক্ষিপ্ত স্কোর: (প্রথম দিন)
বাংলাদেশ: ৩৬২/৫ (৭৯ ওভার) (মুশফিক ৪৩*, মিরাজ ৪১* লিটন ৯, শান্ত ১৪৬, মুমিনুল ১৫, জয় ৭৬, জাকির ১)

আরও পড়ুন: ওয়ানডে বিশ্বকাপ: ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ কবে, জানা গেল

ক্রিফোস্পোর্টস/১৪জুন২৩/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট