Connect with us

ক্রিকেট

গল টেস্টে রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা শ্রীলঙ্কার

মাদুশঙ্কা ও মেন্ডিসের ডাবল সেঞ্চুরি (ছবি- ক্রিকইনফো)

দুটি ‌ডাবল সেঞ্চুরিতে ৭০০ রানের পাহাড় গড়েছে শ্রীলঙ্কা। শুধু তাই নয়, কম যায়নি সফরকারী আয়ারল্যান্ডও। গল টেস্টে লঙ্কান বোলারদের তুড়ি মেরে ৪৯২ রান বড় সংগ্রহ করেছে আইরিশরাও।

গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিনে ৩ উইকেটেই ৭০৪ রানের পাহাড় গড়ে স্বাগতিকরা ইনিংস ঘোষণা করে।

এদিকে শ্রীলঙ্কার ডাবল সেঞ্চুরি করা দুই ব্যাটার হলেন, ওপেনার নিশান মধুশঙ্কা ও তিনে নামা ব্যাটার কুশল মেন্ডিস। মধুশঙ্কা ২০৫ আর মেন্ডিস করেছেন ২৪৫ রান। এছাড়া লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে ১১৫ রান করে আউট হয়েছেন। এছাড়াও অ্যাঞ্জেলো ম্যাথিউস ১০০ রানে অপরাজিত ছিলেন।

অপরদিকে গল টেস্টে রান পাহাড়ের খেলায় চতুর্থ দিন শেষে শ্রীলঙ্কা এগিয়ে রয়েছে ১৫৮ রানে। তাই বলায় যায় এই টেস্টে ফলাফল আসবেই। তবে আইরিশদের জয়ের সম্ভাবনা অনেক কম।

আরও পড়ুন: শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে টাইগ্রেসদের শুভ সূচনা, দেখে নিন ম্যাচ সূচি

ক্রিফোস্পোর্টস/২৭এপ্রিল২৩/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট