Connect with us

ক্রিকেট

ওমরাহ শেষে ফিরলেন সাকিব, খেলবেন পরের ম্যাচেই

সাকিব আল হাসান। ছবি- গুগল

বিপিএল চলার মাঝখানে দুদিন ছুটি পেয়েই ওমরাহ হজ পালনের উদ্দেশে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন ফরচুন বরিশালের দলনেতা সাকিব আল হাসান।

আজ (সোমবার) সকালেই দেশে ফিরেছেন তিনি। আগামীকাল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষেই মাঠে দেখা যাবে তাকে।

সাকিব আল হাসানের নেতৃত্বে দুর্দান্ত ফর্মে রয়েছেন বর্তমান রানারআপ দল ফরচুন বরিশাল। আগে-ভাবেই প্লে-অফ নিশ্চিত করে রেখেছে তারা। আপাতত লক্ষ্য সেরা দুইয়ে থেকে প্রথমপর্ব শেষ করা। জয়ের ধারা অব্যাহত রাখতে পারলেই সেটা সম্ভব হবে।

পয়েন্ট টেবিলের সাকিবের বরিশালের অবস্থান দুই নম্বরে। ১০ ম্যাচে তাদের সংগ্রহ ১৪ পয়েন্ট। বরিশালের একটি ম্যাচ বেশি খেলে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে সিলেট স্ট্রাইকার্স। এদিকে সমান ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় ও চতুর্থ নম্বরে অবস্থান করছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স।

চলতি বিপিএলে দুর্দান্ত ফর্মে রয়েছেন সাকিব আল হাসান। বরিশালের হয়ে ব্যাট হাতে করেছেন ৩৪৭ রান। সর্বোচ্চ রান সংগ্রাহের তালিকায় দুই নম্বরে অবস্থান করছেন তিনি। তবে বল হাতে খুব একটা সুবিধা করতে পারছেন না সাকিব। এখন পর্যন্ত ৬টি উইকেট নিয়েছেন এই তারকা ক্রিকেটার।

আরও পড়ুন: প্রতিপক্ষের ফুটবলারের সঙ্গে এ কেমন আচরণ! তিন ম্যাচ নিষিদ্ধ হলেন ব্রাজিলিয়ান তারকা

ক্রিফোস্পোর্টস/৬ফেব্রুয়ারি২৩/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট