Connect with us

ফুটবল

এবার সৌদির ক্লাবে যাচ্ছেন বেনজেমা

করিম বেনজেমা। ছবি- গুগল

চলতি মৌসুম শেষে বেনজেমা রিয়ল ছাড়বেন বলে শোনা যাচ্ছিল। তবে তার নতুন ঠিকানা কোথায় হবে তা ছিল অনিশ্চিত।

এর মাঝে স্প্যানিশ সংবাদমাধ্যম এএসের বরাত দিয়ে গোলডটকম জানায়, সৌদির একটি ক্লাব থেকে ৪০০ মিলিয়নের অফার পেয়েছেন বেনজেমা।

ফরাসি সংবাদ মাধ্যম ফুট মেরকাতো বিষয়টি নিশ্চিত করেছে। তবে এ নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি বেনজেমা।

গোলডটকম জানিয়েছে, গতকাল বিয়াল সভাপতি পেরেজের সাথে মিটিং করেছেন বেনজেমা। তিনি পেরেজকে সাফ জানিয়ে দিয়েছেন মৌসুম শেষে তিনি আর থাকবেন না। তিনি এটাও বলেছে সৌদি আরবের ক্লাব আল ইত্তিহাদে যেতে চান তিনি।

তারা আরো জানায়, রিয়াল সভাপতি বেনজেমার সাথে চুক্তি নবায়নের জন্য অনেক চেষ্টা করেছেন। তবে তাতে কোন ভাল হয়নি।

এদিকে বিভিন্ন গণমাধ্যমগুলো জানিয়েছে, বেনজামা তার সিদ্ধান্তের কথাটি সতীর্থদের জানিয়েছেন। লিগের শেষ ম্যাচটাই হবে তার রিয়াল ক্যারিয়ারের শেষ ম্যাচ।

আরও পড়ুন: মেসিকে পেতে যে প্রস্তাব নিয়ে মিয়ামির দরজায় বার্সা

ক্রিফোস্পোর্টস/১জুন২৩/এমএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল