Connect with us

ফুটবল

ইতিহাস গড়ে সৌদির ক্লাবে যাচ্ছেন মেসি

বেশ কিছু দিন ধরেই গুঞ্জন উঠেছিল সৌদি আরবে পাড়ি জমাচ্ছেন লিওনেল মেসি। সেই গুঞ্জন এবার সত্যি হবার পথে।

বৃটিশ মিডিয়া ডেইলি মেইলের খবর অনুযায়ী সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালের সঙ্গে চুক্তি চূড়ান্ত করে ফেলেছেন এই আর্জেন্টাইন।

মধ্যপ্রাচ্যের এই ক্লাবের সঙ্গে প্রায় ৭ হাজার কোটি টাকার চুক্তিতে স্বাক্ষর করেছেন মেসি। ক্রীড়া ইতিহাসের সবচেয়ে বড় চুক্তি এটি।

ব্রিটিশ মিডিয়া ডেইলি মেইলের দাবি, শুধুমাত্র মেসির জন্যই সৌদি ক্লাবটি খরচ করবে ৫২২ মিলিয়ন বৃটিশ পাউন্ড (প্রায় সাত হাজার কোটি টাকা)।

নাম প্রকাশ না করার সত্ত্বে একটি সূত্র সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছে, মেসির চুক্তি হয়ে গেছে। তিনি সৌদি আরবে আগামী মৌসুমে খেলবেন।

এএফপি আরও জানিয়েছে, মেসির স্ত্রী আনতোনেল্লা রোকুজ্জোর নিষেধ সত্ত্বেও সৌদি ক্লাবের সঙ্গে চুক্তি করেছেন মেসি।

উল্লেখ্য, পিএসজির সঙ্গে চলতি বছরের ৩০ জুন চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে মেসির।

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল