Connect with us

ক্রিকেট

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা

বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ২ ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। এ সিরিজের দল থেকে বাদ দেওয়া হয়েছে টাইগার ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদকে।

এছাড়া প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন তরুণ ব্যাটার জাকির হাসান। আগামী ১৮ মার্চ থেকে সিলেটে শুরু হবে এই সিরিজ।

এদিকে বাংলাদেশে অবস্থান করা আইরিশ দল রবিবার সিলেটে পৌঁছেছে। এ সফরের তিনটি ওয়ানডে ম্যাচই সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলবে তারা।

এছাড়া টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এছাড়াও একমাত্র টেস্টটি শুরু হবে ৪ এপ্রিল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।

ঘোষণা করা বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড:

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন, তৌহিদ হৃদয়, ইয়াসির আলী, নাসুম আহমেদ, শরীফুল ইসলাম।

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট