অস্ট্রেলিয়া ও ভারতের তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২–০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। রোহিত-কোহলিদের ব্যর্থতায় তাঁদের আরেকবার সুযোগ দেওয়া হবে, নাকি বিশ্রামে রেখে অন্যদের সুযোগ দেওয়া হবে—সেটাই দেখার বিষয়। আগামীকাল খেলোয়াড়দের পরখ করে দেখতে মাঠে নামবে ভারত।
সিরিজের শেষ ম্যাচে ধবলধোলাই এড়াতে অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামীকাল মাঠে নামবে ভারত। এ ধরনের ম্যাচে সাধারণত নিয়মিতদের বিশ্রামে রেখে অনিয়মিতদের পরখ করে দেখা হয়। গৌতম গম্ভীরও একই পন্থা অবলম্বন করবেন কি না—সেটাই এখন আলোচনার বিষয়।
টি-টোয়েন্টি ও টেস্ট ফরম্যাট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। এখন তাঁদের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার ৫০ ওভারের ওয়ানডে ফরম্যাটে নির্ভরশীল। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ খেলতে হলে করতে হবে ধারাবাহিক পারফরম্যান্স। রোহিতকে অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে যেন সেই ইঙ্গিতই দিয়েছেন প্রধান নির্বাচক অজিত আগরকর।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে রোহিত করেছেন মাত্র ৮ রান এবং সিরিজের দ্বিতীয় ম্যাচে করেছেন ৭৩ রান। সিরিজের দ্বিতীয় ম্যাচে চাপে পড়লে খেলোয়াড়দের পরামর্শ দিতেও দেখা যায় রোহিত শর্মাকে।
অন্যদিকে অস্ট্রেলিয়া সিরিজে বিরাট কোহলি ব্যাট হাতে দলকে শুধু হতাশাই দিয়েছেন। দুই ম্যাচেই কোহলির ব্যাট থেকে আসেনি কোনো রান। কোহলির ক্রিকেট ক্যারিয়ারে এর আগে ওয়ানডে ফরম্যাটে পরপর দুই ম্যাচে শূন্য রানে আউট হওয়ার নজির নেই। কোহলির ব্যাটিং ব্যর্থতায় তাঁকে আরেকবার সুযোগ দেবেন, নাকি যশস্বী জয়সওয়ালকে পরখ করে দেখবেন—সেটা ভাবছেন প্রধান কোচ গৌতম গম্ভীর।
এদিকে রোহিত শর্মার পারফরম্যান্সও সন্তোষজনক নয়। সিরিজের দ্বিতীয় ম্যাচে ৯৭ বলে করেছেন ৭৩ রান, যার মধ্যে ৫৭ বল ডট। ওয়ানডে ফরম্যাটে এত বল ডট খেলা দলের জন্য বাড়তি চাপ সৃষ্টি করে। তাই তাঁকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্তও নিতে পারেন গৌতম গম্ভীর।
ক্রিফোস্পোর্টস/২৪অক্টোবর২৫/এনজি