
হামজার চৌধুরীর পর এবার বাংলাদেশ ফুটবল দলে আসছেন আরেক প্রবাসী ফুটবলার সামিত সোম। কানাডা প্রবাসী ফুটবলার সামিত সোমের বাংলাদেশি পাসপোর্ট তৈরির প্রক্রিয়া শুরুও হয়েছে। এমনকি লাল-সবুজের পতাকা জড়ানো একটা ছবিও ভাইরাল হয়েছে।
জানা গেছে, টরেন্টোতে বাংলাদেশ হাই কমিশনের কনস্যুলার অফিসে পাসপোর্টের জন্য শুক্রবার আবেদন করেছেন সামিত সোম। বায়োমেট্রিক, ছবি তোলাসহ যাবতীয় কাজ বেশ দ্রুত সময়ের মধ্যেই শেষ হয়। পাসপোর্টের পরবর্তী ধাপের কাজটি হবে বাংলাদেশে। সেখান থেকে প্রিন্ট হয়ে পাসপোর্ট কানাডায় যাবে।
কানাডা জাতীয় ফুটবল দলে খেলা সামিত লাল-সবুজের জার্সিতে খেলার আগ্রহ প্রকাশ করেন গত ১১ এপ্রিল। বাফুফে তৎপর হয় তাকে পেতে। করা হয় বাংলাদেশের জন্ম নিবন্ধন সনদ। কানাডা ফুটবল ফেডারেশনের কাছে ছাড়পত্র চায় বাফুফে। সেই অনাপত্তিপত্র পাওয়ার পরই শুরু হয় সামিতের পাসপোর্ট তৈরির কাজ।
আরও পড়ুন:
» অতীতের তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন তামিম ইকবাল
» র্যাংকিংয়ে বাংলাদেশকে পেছনে ফেলল আয়ারল্যান্ড
সামিতের পাসপোর্ট হয়ে গেলে, তার সব ডকুমেন্টস দিয়ে ফিফা প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে আবেদন করবে বাফুফে। সেখান থেকে ক্লিয়ারেন্স পেলেই বাংলাদেশের হয়ে খেলতে পারবেন তিনি। এরইমধ্যে জাতীয় দলের হয়ে খেলে সারা ফেলা ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা চৌধুরির খেলার অনুমোদন পেতে চার মাস সময় লেগেছিলো বাফুফের।
আগামী দশ জুন সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচে সামিতকে খেলাতে চায় বাফুফে। ম্যাচের এক সপ্তাহ আগে এএফসি পোর্টালে খেলোয়াড় নিবন্ধনের শেষ সময়ের নিয়ম থাকায় ফিফার ক্লিয়ারেন্স পেতে হবে ৩ জুনের মধ্যে।
ক্রিফোস্পোর্টস/০৩মে২৫/এজে
