
সম্প্রতি ভারত ও বাংলাদেশের মধ্যে চলছে কূটনৈতিক টানাপোড়ন। বাংলাদেশে গণঅভ্যুত্থানের পর দুই দেশের সম্পর্ক এখন তলানিতে এসে ঠেকেছে। এর প্রভাব পড়েছে ক্রিকেটাঙ্গনেও। আগামী মাসে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। এ নিয়ে গত এপ্রিলের শুরুতেই ম্যাচ সূচি ও ভেন্যু নির্ধারণ করে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু চলতি মাসে হঠাৎ করেই এক বিবৃতি দিয়ে সফরটি স্থগিত করে ভারত।
সফরটি পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে নেওয়া হয়েছে। যদিও বিবৃতিতে বিসিসিআই বলেছে, দুই বোর্ডের পারস্পরিক সমঝোতার ভিত্তিতে পেছানো হয়েছে সফরের দিনক্ষণ। তবে ঠিক কী কারণে পেছানো হয়েছে সিরিজের দিনক্ষণ, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা।
যে কারণে বাংলাদেশ সফর স্থগিত করে ভারত
সফর স্থগিত করা নিয়ে বিসিসিআই যে বিবৃতিটি দিয়েছে, তাতে বলা হয়েছে ভারত ও বাংলাদেশ উভয় বোর্ডই “আন্তর্জাতিক ক্রিকেট সূচি ও উভয় দলের সময়সূচির সুবিধার কথা বিবেচনা করে পারস্পরিক সমঝোতার মাধ্যমে” সফরটি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
আরও পড়ুন:
» যেভাবে অলিম্পিকে হবে ক্রিকেট টুর্নামেন্ট
» টেস্টে ‘স্টপ ক্লক’, ক্রিকেটে আরও যত নিয়ম আনল আইসিসি
তবে, যেখানে দুই বোর্ড কেবল ‘সূচির সুবিধাজনক সময়’ এর কথা বলছে, সেখানে ভারতীয় ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কের অবনতিই সফর স্থগিতের প্রকৃত কারণ।
ক্রিকবাজের ওই প্রতিবেদনে আরও বলা হয়, সম্প্রতি দুই দেশের মধ্যে দৃশ্যমান এবং স্পষ্টভাবে দ্বিপাক্ষিক সম্পর্ক খারাপ হয়েছে। ভারত সরকার বাংলাদেশের প্রতি কঠোর মনোভাব গ্রহণ করেছে। নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগও বিষয়টির অন্তর্ভুক্ত হতে পারে, যদিও বিসিসিআই-এর বিবৃতিতে এ সম্পর্কে কিছু বলা হয়নি।”
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি ও ভারতে আশ্রয় নেওয়ার ঘটনার পর থেকেই দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বাড়তে শুরু করে। চলতি বছরের জুন মাসে বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, “ভারতের সঙ্গে সম্পর্ক এখন এক ধরনের পুনর্বিন্যাসের পর্যায়ে রয়েছে।”
আরও পড়ুন:
» কেন এত ফুটবলাররা ১০ নম্বর জার্সি পরতে চায়?
» সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে সবচেয়ে বেশি শিরোপা কার?
ভারত আগামীতে বাংলাদেশ সফরে আসবে কিনা, তা এখনো নিশ্চিত নয়। তবে বাংলাদেশে নির্বাচন না হওয়া পর্যন্ত ভারতের বাংলাদেশ সফরে না আসার প্রবল সম্ভাবনা রয়েছে বলে দাবি করেছে একাধিক ভারতীয় গণমাধ্যম। ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদনে সফর স্থগিতের পেছনে কূটনৈতিক টানাপড়েনকে কারণ হিসেবে দেখানো হয়েছে। একইসঙ্গে পিটিআই-এর এক সাংবাদিক বলেন, “ভারত বাংলাদেশ সফরে যাবে কেবল তখনই, যখন সেখানে সাধারণ নির্বাচন সম্পন্ন হবে এবং একটি স্থিতিশীল সরকার গঠিত হবে।”
বাংলাদেশ নয়, শ্রীলঙ্কাকে বেছে নিচ্ছে ভারত
বাংলাদেশের সঙ্গে সিরিজ স্থগিত করে শ্রীলঙ্কা সফরে যাওয়ার পরিকল্পনা করছে ভারত। শ্রীলঙ্কার সংবাদমাধ্যম নিউজওয়্যার জানিয়েছে, আগস্টে শ্রীলঙ্কা সফরে আসতে পারে ভারত। তিনটি করে ওয়ানডে ও টি–টোয়েন্টি খেলার জন্য শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) ও বিসিসিআই আলোচনা চালিয়ে যাচ্ছে।
সংবাদমাধ্যমটি আরও লিখেছে, বাংলাদেশ সফর স্থগিত হয়ে যাওয়ায় আগস্টে ভারত ক্রিকেট দলের সূচি ফাঁকা হয়ে গেছে। একই সময়ে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) হওয়ার কথা থাকলেও কাকতালীয়ভাবে তা স্থগিত হয়ে গেছে। যে কারণে দুই দলের জন্যই আগস্টের মধ্যভাগে ফাঁকা সূচি রয়েছে। এ সময়টা কাজে লাগাতে চায় দুই দল।
ক্রিফোস্পোর্টস/১৯জুলাই২৫/টিএইচ/বিটি
