Connect with us
ভিডিও গ্যালারি

২০২২ বিশ্বকাপের সেই ঐতিহাসিক মুহূর্ত যেন ফেরালেন রিচার্লিসন

রিচার্লিসন। ছবি- সংগৃহীত

ধ্যানমগ্ন চিল সুযোগ পেলেই ছোঁ মেরে শিকার কেড়ে নেয়। ইংলিশ প্রিমিয়ার লিগের পরশু রাতের ম্যাচে ঠিক এমনই এক চিল হয়ে উঠলেন টটেনহামের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিচার্লিসন।

৬০ মিনিটে মাঠ কাঁপানো এক অ্যাক্রোবেটিক শট! বাতাসে ভেসে আসা বলটিকে শূন্যে লাফিয়ে সিজর্স কিকে জালে পাঠান রিচার্লিসন। মুহূর্তেই হতবাক বার্নলির গোলরক্ষক, বিস্ময়ে হাত মাথায় টটেনহামের সতীর্থরাও।



ধারাভাষ্যকাররা তখন চিৎকার করে বলছেন- গোল অব দ্য সিজন!

সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে এই গোল, কেউ কেউ লিখেছেন- মৌসুমের সেরা গোল এটি।

এই গোল মনে করিয়ে দিল ২০২২ কাতার বিশ্বকাপের সেই ঐতিহাসিক মুহূর্ত- যখন সার্বিয়ার বিপক্ষে একইভাবে বাইসাইকেল কিকে আলো কাড়েন তিনি।

৬ কোটি পাউন্ডে টটেনহামে আসার পর চোট আর খারাপ ফর্মে দীর্ঘ সময় ভুগেছেন রিচার্লিসন। তবে এবার যেন খুঁজে পেয়েছেন হারানো রূপ।

টটেনহাম কোচ টমাস ফ্রাঙ্কও মুগ্ধ- দ্বিতীয় গোলে ১৭টি পাসে দলের সবাই বল স্পর্শ করেছে। মৌসুমের শুরুতেই সেরা গোলটা দেখে ফেললাম।

প্রিমিয়ার লিগ কিংবদন্তি অ্যালান শিয়ারারের চোখেও গোলটি ছিল কৌশলগত দিক থেকে কঠিন- কারণ গোলের উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে ছিলেন রিচার্লিসন।

চোট, সমালোচনা আর ব্যর্থতার দেয়াল ভেঙে উঠে দাঁড়ানো এই ব্রাজিলিয়ান আবারও মাঠেই নিজেকে প্রমাণ করলেন।

ক্রিফোস্পোর্টস/২০আগস্ট২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ভিডিও গ্যালারি