Connect with us
ক্রিকেট

মুশফিককে নিয়ে সাকিবের আবেগঘন পোস্ট

সাকিব ও মুশফিক
মুশফিককে নিয়ে সাকিবের পোস্ট। ছবি: সংগৃহীত

মুশফিকুর রহিমের শততম টেস্টকে সামনে রেখে সতীর্থদের শুভেচ্ছা বার্তা থামছে না। এবার সেই তালিকায় যোগ হলো সাকিব আল হাসানের আবেগঘন একটি পোস্ট। দীর্ঘ পথচলার সঙ্গীকে নিয়ে নিজের অনুভূতি তুলে ধরেছেন সাকিব আল হাসান। আজ সকালে নিজের ভ্যারিফাইড ফেসবুকে এক পোস্টে তিনি এসব তুলে ধরেন।

সাকিব লিখেছেন, লর্ডসে মুশফিকের অভিষেক টেস্টের প্রতিটি বল তিনি দেখেছিলেন বিকেএসপির ড্রেসিং রুমে বসে। সেই ম্যাচ থেকেই মুশফিক তাঁর এবং বাংলাদেশের অসংখ্য ক্রিকেটারের অনুপ্রেরণা হয়ে উঠেছেন বলে জানান তিনি। বয়সভিত্তিক ক্রিকেটে মুশফিককে নেতৃত্ব দিতে দেখেছিলেন সাকিব। তিনি বলেছেন এখনো তাঁর চোখে মুশফিকই অধিনায়ক।

Shakib's Facebook Post



শততম টেস্ট খেলার মাইলফলক ছোঁয়ার এই বিশেষ দিনটিতে মুশফিকের জন্য শুভকামনাও জানিয়েছেন সাকিব। তিনি লিখেছেন, শততম টেস্টের প্রতিটি বল তিনি আবারও দেখবেন, ঠিক যেমনটা খুব কাছ থেকে দেখেছিলেন প্রথম টেস্টে। পাশাপাশি আফসোসও ঝরেছে তার কথায়। তাছাড়া এই ম্যাচে মাঠে থাকতে পারলে, মুশফিকের অর্জনের আনন্দ সরাসরি ভাগ করে নিতে পারলে আরও ভালো লাগত বলে উল্লেখ করেছেন তিনি।

অবশ্য এমন মুশফিকের কীর্তির দিনে মাঠেই থাকুন বা দূরে, মুশফিককে ঘিরে আবেগে ভেসে যাচ্ছে সতীর্থরা। শততম টেস্টকে সামনে রেখে ইতোমধ্যে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও মুশফিকের বন্ধু তামিম ইকবাল খান। এছাড়াও আরেক সিনিয়র মাহমুদউল্লাহ রিয়াদও জানিয়েছেন নিজের কথা। জাতীয় দলের বর্তমান সতীর্থ লিটন, শান্তরাও মুশফিককে নিজেদের এবং ভবিষ্যতের তরুণ ক্রিকেটারদের অনুপ্রেরণার অংশ হিসেবে মনে করেন। এছাড়াও সাবেক সিনিয়র সতীর্থ, পরিবারের লোকজন এবং শুভাকাঙ্ক্ষীরাও নানান শুভেচ্ছা বার্তায় ভাসাচ্ছেন মুশফিককে।

এদিকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ সকাল ৯.৩০ টায়  শুরু হবে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলবেন মুশফিকুর রহিম। সেই উপলক্ষ্যে ম্যাচের আগেই বিসিবির পক্ষ থেকে হবে সংক্ষিপ্ত আয়োজন।

ক্রিফোস্পোর্টস/১৯নভেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট