Connect with us
ফুটবল

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ ২০২৫ : একনজরে পূর্ণাঙ্গ সময়সূচি

SAFF Under-19 Championship 2025__Full schedule at a glance
২০২৪ আসরে নেপালকে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। ছবি- সংগৃহীত

পর্দা উঠছে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সপ্তম আসরের। এবারের টুর্নামেন্টের আয়োজক দেশ ভারত। বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটান— এই ছয় দল নিয়ে আগামী ৯ মে থেকে ১৮ মে পর্যন্ত ভারতের অরুণাচল প্রদেশের ইউপিয়াতে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

ছয় দল দুইটি গ্রুপে ভাগ হয়ে প্রথম পর্বে লড়বে। গ্রুপ পর্বের খেলা শেষে শীর্ষ দুই দল সেমিফাইনালে খেলবে। সেমিফাইনালের দুই জয়ী দল ফাইনাল খেলবে এবং ফাইনাল জয়ীরা শিরোপা ঘরে তুলবে।

আগামী ৯ মে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। একই দিনে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক ভারত। ৯ মে শুরু হয়ে ১৩ মে পর্যন্ত চলবে গ্রুপ পর্বের লড়াই।

১৬ মে টুর্নামেন্টের দুই সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। এরপর একদিন বিরতি দিয়ে ১৮ মে ফাইনালের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা নামবে। টুর্নামেন্টের সবগুলো ম্যাচ ইউপিয়ার গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন:

» বাংলাদেশ বনাম পাকিস্তান: এক নজরে টি-টোয়েন্টি সিরিজ সূচি

» বাংলাদেশ বনাম ভারত : একনজরে ওয়ানডে ও টি-২০ সিরিজের সূচি 

গ্রুপ এ: বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ

গ্রুপ বি: ভারত, শ্রীলঙ্কা, নেপাল

২০২৫ সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের পূর্ণাঙ্গ ম্যাচ সূচি

গ্রুপ পর্ব

 তারিখ   ম্যাচ   সময় (বাংলাদেশ) 
 ৯ মে  বাংলাদেশ বনাম মালদ্বীপ  বিকাল সাড়ে ৪ টা
 ৯ মে  ভারত বনাম শ্রীলঙ্কা  রাত ৮টা
 ১১ মে  বাংলাদেশ বনাম ভুটান  বিকাল সাড়ে ৪ টা
 ১১ মে  শ্রীলঙ্কা বনাম নেপাল  রাত ৮টা
 ১৩ মে  ভুটান বনাম মালদ্বীপ  বিকাল সাড়ে ৪ টা
 ১৩ মে  ভারত বনাম নেপাল  রাত ৮টা

সেমিফাইনাল

 তারিখ   ম্যাচ   সময় (বাংলাদেশ) 
 ১৬ মে  গ্রুপ এ চ্যাম্পিয়ন বনাম গ্রুপ বি রানার্স-আপ  বিকাল ৪ টা
 ১৬ মে  গ্রুপ বি চ্যাম্পিয়ন বনাম গ্রুপ এ রানার্স-আপ  রাত ৮টা

ফাইনাল

 তারিখ   ম্যাচ   সময় (বাংলাদেশ) 
 ১৮ মে  সেমিফাইনাল বিজয়ী ১ বনাম সেমিফাইনাল বিজয়ী ২  রাত ৮টা

উল্লেখ্য, সাফের সর্বশেষ বয়সভিত্তিক টুর্নামেন্টটি আয়োজিত হয়েছিল অনূর্ধ্ব-২০ দলের ফুটবলারদের নিয়ে। নেপালে আয়োজিত ২০২৪ সালের সেই টুর্নামেন্টে শিরোপা ঘরে তুলেছিল বাংলাদেশ। এই প্রতিযোগিতায় এটাই ছিল বাংলাদেশের প্রথম শিরোপা। টুর্নামেন্টে সবচেয়ে বেশি তিনটি শিরোপা জিতেছে ভারত। এছাড়া নেপালের ঘরে উঠেছে দুইটি শিরোপা।

ক্রিফোস্পোর্টস/৭মে২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল