Connect with us
ফুটবল

মাদেইরার ঐতিহাসিক গির্জায় রোনালদো–জর্জিনার বিয়ের প্রস্তুতি

Ronaldo & Georgina
বিয়ের পিরিতে বসছেন রোনালদো। ছবি: সংগৃহীত

ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজের বিয়ে নিয়ে আলোচনা অনেক দিন ধরেই চলছে। এবার জানা গেল তাদের বিয়ের স্থানও ঠিক হয়ে গেছে। ব্রিটিশ গণমাধ্যম দ্য সান জানিয়েছে, দুজনের বিয়ের আনুষ্ঠানিকতা হবে রোনালদোর জন্মভূমি মাদেইরার ফানচাল ক্যাথেড্রালে। ৫১১ বছরের পুরোনো এই গির্জাটি হচ্ছে দ্বীপটির সবচেয়ে পরিচিত ঐতিহাসিক স্থাপনাগুলোর একটি।

১৫১৪ সালে নির্মিত ক্যাথেড্রালটি রোনালদোর জন্মস্থলের কাছাকাছি একটি জায়গা। সেখান থেকে খুব বেশি দূরে নয় তার শৈশবের ক্লাব নাসিওনাল দা মাদেইরা। এখান থেকেই ১২ বছর বয়সে তিনি চলে গিয়েছিলেন স্পোর্টিং লিসবনে, সেখান থেকেই নিজেকে গড়ে তুলতে শুরু করেন তিনি। এরপর এখান থেকেই ম্যানচেস্টার ইউনাইটেডে যাত্রা শুরু করেন। নিজের শিকড়ের এত কাছের এই গির্জাতেই হবে তার জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আয়োজন।

আগামী বছরের ২০২৬ বিশ্বকাপ শেষেই তাদের বিয়ের পরিকল্পনা চলছে। চলতি বছরের আগস্টে রোনালদো ও জর্জিনার সম্পর্ককে আনুষ্ঠানিক করে বাগদান সেরে নেন। সেই ঘোষণা প্রকাশের পর থেকেই বিয়েকে ঘিরে ভক্তদের আগ্রহ বাড়তে থাকে। দুইজনের দীর্ঘ নয় বছরের সম্পর্কের পর এই বিয়ে আগামী বছরে তা বিয়েতে রুপ নিচ্ছে। তাই ভক্তদের কাছেও অন্যতম আগ্রহের কেন্দ্রবিন্দু হতে যাচ্ছে রোনালদোর বিয়ে।



উল্লেখ্য, ২০১৬ সালে মাদ্রিদের একটি সুপারশপে প্রথম পরিচয় হয়েছিল রোনালদো ও জর্জিনার। দীর্ঘ সম্পর্কের পথে তারা দুই সন্তানের বাবা–মা হয়েছেন। রোনালদোর সারোগেসির মাধ্যমে জন্ম নেওয়া আরও তিন সন্তান আছে। পিয়ার্স মরগানকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেছিলেন, সময় ও প্রস্তুতি ঠিক হলেই তিনি জর্জিনাকে বিয়ের প্রস্তাব দিতে চেয়েছিলেন। সেই অপেক্ষার অবসান এবার ঘনিয়ে এসেছে।

এদিকে আরও একটি খুশির সংবাদ পেয়েছে রোনালদো ভক্তরা। পর্তুগালের হয়ে আরেকটি বিশ্বকাপ খেলতে ক্রিস্টিয়ানো রোনালদোর পথে আর কোনো আনুষ্ঠানিক বাধা রইল না। ফিফা তার তিন ম্যাচের নিষেধাজ্ঞা বজায় রাখলেও এর মধ্যে দুই ম্যাচের নিষেধাজ্ঞা আপাতত স্থগিত রাখা হয়েছে। ফলে বিশ্বকাপের শুরু থেকেই খেলতে রোনালদোর জন্য রোনালদোর আর কোনো বাধা থাকছে না।

ক্রিফোস্পোর্টস/২৬নভেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল