 
																												
														
														
													পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে আজ রাজকোটে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে ভারত। দিনের শুরুতেই ইংলিশদের বোলিং আক্রমণে ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। মাত্র ৩৩ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়া দলকে পথ দেখান অধিনায়ক রোহিত শর্মা এবং রবীন্দ্র জাদেজা।
এদিন খাদের কিনারায় থাকা দলকে সম্মানজনক অবস্থানে নিয়ে আসার পথে নিজের দশম টেস্ট শতক তুলে নেন রোহিত শর্মা। ১১ চার ও ২ ছক্কায় ১৫৭ বলেই সেঞ্চুরি তিনি। দিনের খেলা শেষ হওয়ার আগে সেঞ্চুরির দেখা পেয়েছেন জাদেজাও। প্রথম দিন শেষে স্কোরবোর্ডে ৫ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৩২৬ রান।
এদিন শুরুতেই মার্ক উডের পরপর দুই ওভারে দুই ধাক্কা খায় ভারত। ওপেনার যশস্বী জয়সওয়াল ও শুভমান গিলকে ফিরেছেন তিনি। জয়সওয়াল ১০ রান করে বিদায় নিলেও শুভমান খুলতেই পারেননি নিজের রানের খাতা। এরপর রজত পাতিদরকে ফিরিয়ে ভারতকে তৃতীয় ধাক্কা দেন টম হার্টলি।
এরপর রবীন্দ্র জাদেজাকে নিয়ে ইনিংস মেরামতের দায়িত্ব কাঁধে তুলে নেন রোহিত শর্মা। ব্যক্তিগত ২২ রানের মাথায় হতে পারতেন আউট। তবে জো রুট ক্যাচ মিস করলে সে যাত্রায় বেঁচে যান রোহিত। এরপর আর পেছনে ফিরে তাকাননি তিনি। ৭১ বলেই তুলে নিয়েছিলেন ফিফটি, যা পরবর্তীতে রূপান্তর করেছেন শতকে।
শেষ পর্যন্ত মার্ক উডের বলে ক্যাচ দিয়ে ১৩১ রানে থামে রোহিত শর্মার ইনিংস। এতে করে রবীন্দ্র জাদেজার সঙ্গে ২০৪ রানের জুটি ভাঙ্গে। এরপরেই সাত নম্বর ব্যাটার হিসেবে মাঠে নামেন অভিষিক্ত ক্রিকেটার সরফরাজ খান। অভিষেক ম্যাচে দুর্দান্ত ব্যাটিংয়ে মাত্র ৪৮ বলে তুলে নেন নিজের প্রথম টেস্ট ফিফটি।
তবে দুর্ভাগ্যজনকভাবে ৬৬ বলে ৬২ রান করে রান আউটের শিকার হন সরফরাজ। ৯৯ রানে উইকেটে থাকা জাদেজা নিজেকে বাঁচাতে গিয়ে সরফরাজের আউটের কারণ হন। যার কারনে অধিনায়ক রোহিত শর্মাকেও দেখা যায় জাদেযার প্রতি বিরক্তি প্রকাশ করতে।
দিনের বাকি সময় কুলদীপ যাদবকে নিয়ে পার করে দেন জাদেযা। তুলে নিয়েছেন নিজের তৃতীয় টেস্ট সেঞ্চুরি। শেষ পর্যন্ত ৩২৬ রানে প্রথম দিনের খেলা শেষ করে ভারত। আগামীকাল সকাল ১০টায় দ্বিতীয় দিনের খেলায় ফের ব্যাটিংয়ে নামবে স্বাগতিকরা। লক্ষ্য থাকবে প্রথম ইনিংসে সংগ্রহ আরও বড় করার।
আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের অধিনায়ক কে, জানিয়ে দিলেন জয় শাহ
ক্রিফোস্পোর্টস/১৫ফেব্রুয়ারি২৪/এফএএস
 
												
																					 
   
										 
									         
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																							 
																							 
																							 
																							 
																							 
			 
									 
									 
									 
									 
									 
									 
																	 
									 
																	 
									 
																	