Connect with us
ভিডিও গ্যালারি

সাকিবের দেখানো পথে মোস্তাফিজুর রহমান

মোস্তাফিজুর রহমান। ছবি- সংগৃহীত

বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান আবারও দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগে ঝড় তুলতে প্রস্তুত। গত আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলে বল হাতে জ্বলে ওঠা এই পেসার এবার খেলবেন ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে। দল সেই একই- দুবাই ক্যাপিটালস।

ফ্র্যাঞ্চাইজিটির অফিসিয়াল পোস্টে নিশ্চিত করা হয়েছে খবরটি। ইংলিশ পেসার লুক উডের বদলি হিসেবে সুযোগ পেয়েছেন মোস্তাফিজ। নিলাম হওয়ার আগেই যে দলের হয়ে খেলার ডাক পেলেন, সেটি মোস্তাফিজের জন্য বাড়তি সম্মান।



এবারের আইএল টি-টোয়েন্টি শুরু হবে ২ ডিসেম্বর, চলবে আগামী বছরের ৪ জানুয়ারি পর্যন্ত। সাধারণত জানুয়ারি-ফেব্রুয়ারিতে হওয়া এই টুর্নামেন্ট এবার আয়োজন হচ্ছে এক মাস আগে।

এটি হবে মোস্তাফিজের চতুর্থ বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ। এর আগে তিনি আইপিএলে খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস, চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালস ও দিল্লির হয়ে। লঙ্কা প্রিমিয়ার লিগে ডাম্বুলা সিক্সার্স, পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্স এবং ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্টে সাসেক্সের হয়েও খেলেছেন তিনি।

দুবাই ক্যাপিটালসের হয়ে খেলার অভিজ্ঞতা আছে আরেক তারকা সাকিব আল হাসানেরও। এবার সেই পথেই হাঁটছেন মোস্তাফিজুর রহমান। দেশের গণ্ডি পেরিয়ে আবারও আন্তর্জাতিক লিগে পা রাখছেন কাটার মাস্টার।

ক্রিফোস্পোর্টস/১৩আগস্ট২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ভিডিও গ্যালারি