Connect with us
ফুটবল

ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে হংকং গেল জামাল-হামজারা

Bangladesh football team way to Hong Kong
হংকংয়ের উদ্দেশ্যে রওনা দিল বাংলাদেশ দল। ছবি- সংগৃহীত

ঘরের মাঠে গতকাল রাতে এশিয়ান কাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে হংকংয়ের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। যেখানে রোমাঞ্চকর লড়াইয়ের শেষ মুহূর্তে গোল হজম করে ৪-৩ ব্যবধানে পরাজয় বরণ করে লাল-সবুজের প্রতিনিধিরা। এবার বাছাই পর্বের ফিরতি লেগে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সেই হংকংয়ের উদ্দেশ্যে রওনা দিল বাংলাদেশ।

আজ শুক্রবার (১০ অক্টোবর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়াল দিয়েছে জামাল-হামজারা। হংকং পৌঁছে তিন দিনের অনুশীলনের সুযোগ পাবে বাংলাদেশ দল। স্থানীয় আবহাওয়া ও মাঠের সঙ্গে মানিয়ে নিতে এই সময়টিকে কাজে লাগাতে চায় কোচ হাভিয়ের কাবরেরা।

হংকংয়ের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, ‘ঘরের মাঠে আমরা ভালো ফল পাইনি, কিন্তু সামনে সুযোগ আছে ঘুরে দাঁড়ানোর। সবাই জয়ের জন্য প্রস্তুত। আমরা আমাদের সামর্থ্যের সেরাটা দিতে চাই।’



আগামী মঙ্গলবার (১৪ অক্টোবর) বাছাইপর্বে নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ। সেই ম্যাচে জয়ের লক্ষ্যে নামার কথা জানিয়েছেন হামজা চৌধুরীও, ‘পাঁচদিন (চারদিন) পরই আমাদের আরেকটি ম্যাচ খেলতে হবে। আমাদের এখন পরের তিনটা ম্যাচ জিততে হবে। হার আসলে ফুটবলেরই অংশ।’

এদিকে গত ম্যাচ থেকে কোনও পয়েন্ট না পাওয়া যেন বিশ্বাস করতে পারছেন না হামজা। তিনি বলেন, ‘এটা এমন একটা ম্যাচ ছিল, আসলে বুঝতে পারছি না অন্তত এক পয়েন্টও কিভাবে পেলাম না।’ অবশ্য হারলেও দলের উন্নতি হচ্ছে বলে মনে করেন তিনি, ‘ভাঙা রেকর্ডার মনে হলেও আমরা কিন্তু ভালোই উন্নতি করছি, আমি মনে করি আমরা অনেক ভালোই খেলেছি।’

আসন্ন এশিয়ান কাপের মূল পর্বে খেলার আসা টিকিয়ে রাখতে হলে বাছাইপর্বের বাকি তিন ম্যাচের সবকটিতে জিততে হবে বাংলাদেশকে। শুধু তাই নয়, তাকিয়ে থাকতে হবে হংকং এবং সিঙ্গাপুরের ম্যাচ গুলোর দিকে। হংকং ম্যাচের পরে পরবর্তী ১৮ নভেম্বর ভারত ও আগামী বছর ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠে শেষ দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ।

ক্রিফোস্পোর্টস/১০অক্টোবর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল