
আগস্টের প্রথম সপ্তাহে শুরু হতে যাচ্ছে এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের বাছাইপর্ব। যেখানে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। সেই লক্ষ্যে আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
সদ্য সমাপ্ত সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্স করেছিল বাংলাদেশের মেয়েরা। ঘরের মাটিতে টানা ৬ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে শিরোপা জেতেন আফঈদা-সাগরিকারা। এবার এশিয়ান মঞ্চেও সাফজয়ী দলে ওপরই ভরসা রেখেছেন কোচ পিটার বাটলার।
এবারও বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের নেতৃত্বে আছেন জাতীয় দলের অধিনায়ক আফঈদা খন্দকার। তার নেতৃত্বে মিয়ানমারের মাটিতে এশিয়ান কাপের বাছাইয়ে ইতিহাস গড়েছিল বাঘিনীরা। এরপর সবশেষ সাফে শিরোপা ঘরে তুলে বাংলাদেশ। এবার এশিয়ান মঞ্চে নতুন ইতিহাস গড়ার লক্ষ্যে তার নেতৃত্বে খেলবে সাগরিকা-শান্তি মার্ডিরা।
আরও পড়ুন:
» ২০২৫ এশিয়া কাপের ফাইনাল খেলবে বাংলাদেশ, বিশ্বাস খালেদের
» শেষ মুহূর্তের গোলে দলকে জিতিয়ে ম্যাচসেরা হলেন ঋতুপর্ণা
বাছাইপর্বে ‘এইচ’ গ্রুপে অবস্থান করছে বাংলাদেশ। যেখানে বাঘিনীরা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে দক্ষিণ কোরিয়া, লাওস এবং পূর্ব তিমুরকে। এই গ্রুপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে লাওসে।
আগামী ৬ আগস্ট স্বাগতিক লাওসের বিপক্ষে ম্যাচ দিয়ে বাছাইপর্ব অভিযান শুরু করবে বাংলাদেশ। এরপর ৮ আগস্ট পূর্ব তিমুরের বিপক্ষে খেলবে বাঘিনীরা। বাছাইয়ের সবশেষ ম্যাচে ১০ আগস্ট দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা। বাছাইপর্ব খেলতে আগামী ২ আগস্ট লাওসের উদ্দেশে রওনা দেবেন আফঈদা-সাগরিকারা।
অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপে বাংলাদেশের নারী স্কোয়াড
গোলরক্ষক: মিলি আক্তার, স্বর্ণা রানী, ফেরদৌসি আক্তার।
ডিফেন্ডার: আফঈদা খন্দকার (অধিনায়ক), সুরমা জান্নাত, জয়নব বিবি, কানোম আক্তার, রুমা আক্তার।
মিডফিল্ডার: স্বপ্না রানী, মুনকি আক্তার, ঐশী খাতুন, অয়ন্ত বালা, রুপা আক্তার, কানন রানী, বর্না খাতুন, সিনহা জাহান, নাদিয়া আক্তার, শান্তি মার্ডি।
ফরোয়ার্ড: মোসাম্মৎ সাগরিকা, তৃষ্ণা রানী, পূজা দাস, উমেলা মারমা, নবীরণ খাতুন।
ক্রিফোস্পোর্টস/৩১জুলাই২৫/বিটি
