Connect with us
ফুটবল

এশিয়ান কাপ বাছাইয়ে ৩ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে বাংলাদেশ

Bangladesh top the points table with three wins in the Asian Cup qualifiers.
টানা ৩ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে বাংলাদেশ। ছবি- বাফুফে

চলমান অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে রীতিমতো উড়ছে বাংলাদেশ। চীনে অনুষ্ঠিত ‘এ’ গ্রুপের বাছাইপর্বে টানা র ম্যাচে জয় তুলে নিয়েছে লাল-সবুজের দল। তাতে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে সাইফুল বারী টিটুর দল।

আজ বুধবার (২৬ নভেম্বর) নিজেদের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে বাংলাদেশ। লাল-সবুজদের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল। এছাড়া একটি করে গোল করেন ইকরামুল ইসলাম, বায়েজিদ বোস্তামি ও মানিক।

এদিন চংকিংয়ের তংলিয়াং লং স্টেডিয়ামে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশের কাছে। ম্যাচের ২৪ মিনিটেই এগিয়ে যায় লাল-সবুজের দল। প্রথম লিড এনে দেন ইকরামুল। আরিফের দারুণ পাস থেকে হেডে গোল করেন এই ডিফেন্ডার। এর পাঁচ মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করে নেয় বাংলাদেশ। দ্বিতীয় গোলটি করে ফরোয়ার্ড মানিক। তাতে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।



বিরতি থেকে ফিরে আক্রমণের ধার বাড়ায় বাংলাদেশ। ম্যাচের ৬৪ মিনিটে স্কোরশিটে নাম লেখান বাংলাদেশ অধিনায়ক। শ্রীলঙ্কার ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ এক গোল করেন ফয়সাল। এরপর আর গোলের দেখা পাচ্ছিলো না বাংলাদেশ। ৩-০ গোলেই শেষ হতে চলছিলো ম্যাচটি। তবে শেষদিকে আরও দুটি গোল আদায় করে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচের নির্ধারিত সময়ের শেষ মিনিটে গোল পেয়ে যান বায়েজিদ। দারুণ এক দূরপাল্লার শটে গোল করেন এই ফরোয়ার্ড। এর এক মিনিট পরেই ইনজুরি সময়ের প্রথম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন ফয়সাল। তাতে ৫-০ গোলের বড় জয়ে পূর্ণ ৩ পয়েন্ট অর্জন করে নেন সাইফুল বারী টিটুর দল।

এর আগে বাছাইয়ের প্রথম ম্যাচে পূর্ব তিমুরকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারায় বাংলাদেশ। এরপর দ্বিতীয় ম্যাচে ব্রুনাইকে ৮-০ গোলের বিশাল ব্যবধানে হারায় দলটি। সবমিলিয়ে ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে নাজমুল হুদা ফয়সালরা।

আগামী ২৮ নভেম্বর বাছাইপর্বের তৃতীয় ম্যাচে বাহরাইনের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ৩০ নভেম্বর বাছাইপর্বের পঞ্চম ও শেষ ম্যাচে স্বাগতিক চীনের মুখোমুখি হবে লাল-সবুজের দল।

ক্রিফোস্পোর্টস/২৬নভেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল