Connect with us
ক্রিকেট

সবার আগে প্লে–অফে রিশাদের হোবার্ট হারিকেন্স

Hobert
প্লে অফে হোবার্ট হারিকেন্স। ছবি: সংগৃহীত

বিগ ব্যাশ লিগে দারুণ ছন্দে থাকা হোবার্ট হারিকেনন্সের সর্বশেষ ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় পয়েন্ট ভাগাভাগি করতে হল। সিডনি স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হলেও লিগ পর্বের সবার আগে প্লে–অফ নিশ্চিত করেছে রিশাদ হোসেনের দল। টানা ভালো পারফরম্যান্সে আগেই শীর্ষে থাকা হোবার্টের জন্য এই এক পয়েন্টই যথেষ্ট ছিল।

আজ বাংলাদেশ সময় সকালে সিডনিতে ম্যাচটি শুরু হওয়ার আগেই ছিল বৃষ্টির হানা। বৃষ্টি থামার পর খেলা শুরু হলেও পাঁচ ওভার যেতে না যেতেই ফের বৃষ্টি নামে। এরপর আর মাঠে ফেরা হয়নি দুই দলের। কিছুক্ষণ অপেক্ষার পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। এতে ৯ ম্যাচ শেষে হোবার্টের পয়েন্ট দাঁড়ায় ১৩। লিগের অন্য কোনো দলের পক্ষে এখন আর তাদেরকে টপকে সেরা চারে যাওয়ার সম্ভাবনা নেই। এদিকে ৯ পয়েন্ট নিয়ে সিডনি স্ট্রাইকার্স রয়েছে তালিকার তিন নম্বরে।

বৃষ্টি থামার পর স্বল্প সময়ের খেলায় হোবার্টের বোলাররা শুরু থেকেই চাপে রাখেন সিডনির ব্যাটারদের। পাঁচ ওভারে কোনো উইকেট না পেলেও মাত্র ৩২ রান দেয় নাথান এলিসের দল। ভেজা উইকেটে বাড়তি সহায়তা কাজে লাগিয়ে দুর্দান্ত লাইন–লেন্থে বল করেন রাইলি মেরেডিথ, বো ওয়েবস্টার ও বিলি স্টানলেক। ফলে বাবর আজম ও স্টিভ স্মিথ কেউই স্বাভাবিকভাবে হাত খুলে খেলতে পারেননি। বাবর ১৪ বলে করেন ৯ রান, স্মিথ ১৬ বলে ১৯ রানে অপরাজিত ছিলেন।



এদিন একাদশে থাকলেও ম্যাচে বোলিং করার সুযোগ পাননি রিশাদ হোসেন। তবে পুরো টুর্নামেন্ট জুড়েই দলের গুরুত্বপূর্ণ বোলার হিসেবে অবদান রেখে চলেছেন এই লেগ স্পিনার। এখন পর্যন্ত ৮ ইনিংসে ১১ উইকেট নিয়েছেন তিনি, ওভারপ্রতি রান দিয়েছেন ৭.৬৩। সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় তাঁর অবস্থান নবমে।

সব মিলিয়ে বৃষ্টিবিঘ্নিত ম্যাচেও হোবার্ট হারিকেন্সের জন্য দিনটি গুরুত্বপূর্ণ। প্লে–অফ নিশ্চিত করে আলাদা আত্মবিশ্বাস পাচ্ছে রিশাদদের দল।

উল্লেখ্য, সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিগ ব্যাশ লিগে খেলছে রিশাদ হোসেন। গত বছর দল পেলেও বিপিএলের জন্য খেলতে পারেননি। তবে এবার আর সেই সুযোগ মিস করেননি তিনি। বিসিবিও তাকে বিপিএল রেখে অস্ট্রেলিয়ার এই লিগ খেলার অনুমতি দিয়েছে। ৮ ম্যাচে ১১ উইকেট নিয়ে দলের হয়ে আস্থার প্রতিদানও দিয়ে যাচ্ছেন রিশাদ।

ক্রিফোস্পোর্টস/১১জানুয়ারি২৬/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট