Connect with us
ক্রিকেট

পাকিস্তানের তারকা অলরাউন্ডারকে দলে ভেড়াল সিলেট

Sylhet have signed the star all-rounder from Pakistan.
সিলেট টাইটান্সের হয়ে খেলবেন সাইম আইয়ুব। ছবি- সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসর সামনে রেখে বেশ জোরেশোরেই চলছে ফ্রাঞ্চাইজিগুলোর দল গোছানোর প্রস্তুতি। আর চারদিন পরেই অনুষ্ঠিত হবে বিপিএলের নিলাম। তবে নিলামের আগেই ২ জন করে দেশি ও বিদেশি ক্রিকেটারকে দলে নেওয়ার সুযোগ পাচ্ছে ফ্রাঞ্চাইজিগুলো। সেই সুযোগ কাজে লাগিয়ে বেশিরভাগ ফ্রাঞ্চাইজিই দেশি-বিদেশি তারকাদের দল নিয়েছে। এবার চমক দেখালো সিলেট টাইটান্স। 

বিপিএল নিলামের আগে দুই দেশি তারকা মেহেদি হাসান মিরাজ ও নাসুম আহমেদকে দলে ভিড়িয়েছে সিলেট। এবার বিদেশি ক্রিকেটার দলে ভিড়িয়ে চমক দেখালো নবাগত এই ফ্রাঞ্চাইজিটি। বিপিএলের আসন্ন আসরে সিলেট টাইটান্সের হয়ে মাঠ মাতাবেন পাকিস্তানের ব্যাটিং অলরাউন্ডার সাইম আইয়ুব।

বুধবার (২৬ নভেম্বর) সিলেট টাইটান্স নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে। পোস্টের ক্যাপশনে তারা লিখেছে, সামাজিক মাধ্যমে এক পোস্টে তারা লিখেছে, ‘হ্যালো, সিলেট! সাইয়ুব আইয়ুব কল রিসিভি করেছে। আনুষ্ঠানিকভাবে শক্তিশালী হলো টাইটান্স।’ এছাড়া সিলেটি ভাষায় লিখেছে, ‘বেশি মাতিয়া লাভ নাই, দেখা অইবো খেলার মাঠো। কিতা কইন সিলেটবাসী।’



সাইম আইয়ুব টি-টোয়েন্টিতে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও বেশ কার্যকরী। সাম্প্রতিক সময়ে বোলিংয়ে বেশ উন্নতি করেছেন এই তারকা। গত কয়েকদিন ধরে টি-টোয়েন্টিতে এক নম্বর অলরাউন্ডার ছিলেন তিনি। তবে ২৬ নভেম্বর প্রকাশিত হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে তাকে টপকে শীর্ষে জায়গা করে নিয়েছে সিকান্দার রাজা। বর্তমানে দুইয়ে অবস্থান করছেন সাইম।

Saim Ayub played for Dhaka in 2024 BPL

সবশেষ ঢাকার হয়ে বিপিএল মাতাতে এসেছিলেন সাইম আইয়ুব। ছবি- দুর্দান্ত ঢাকা

এফ আগেও বিপিএলে খেলেছেন সাইম। ২০২৩ সালে রংপুর রাইডার্সের জার্সিতে মাঠ মাতান তিনি। সেই আসরে ২ ম্যাচে ২৮ রান করেন এই ওপেনার। এরপর ২০২৪ সালে তাকে দলে নিয়েছিল দুর্দান্ত ঢাকা। ঢাকার জার্সিতে ৫ ইনিংসে ৭৭ রান করেন এই তারকা।

আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে বিপিএলের নিলাম। রাজধানীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে অনুষ্ঠিত হবে বিপিএলের ১২তম আসরের নিলাম। এরপর ১৯ ডিসেম্বর পর্দা উঠবে বিপিএলের, যা চলবে ১৬ জানুয়ারি পর্যন্ত।

ক্রিফোস্পোর্টস/২৬নভেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট