Connect with us
অন্যান্য

খেলোয়াড়দের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ না করার নির্দেশ

Bangladesh Cricket an Football Team
বাংলাদেশ ক্রিকেট ও ফুটবল দল। ছবি: সংগৃহীত

২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে ১৩ তম জাতীয় সংসদ নির্বাচন। ইতোমধ্যে নির্বাচনী প্রচারণা শুরুও করে দিয়েছেন অনেক রাজনৈতিক দল ও ব্যক্তি। নির্বাচনী কোনো প্রচারণায় জাতীয় দলের খেলোয়াড়দের অংশগ্রহণ না করার জন্য আজ জাতীয় ক্রীড়া পরিষদ সকল ফেডারেশনকে চিঠি দিয়েছে। 

সম্প্রতি সামাজিক মাধ্যমে এক ভিডিওতে দেখা গেছে, হামজা-জামাল-সোমিতরা ফেনীর সোনাগাজী – দাগনভূঞার জন্য শুভেচ্ছামূলক বার্তা দিয়েছেন। সেখানে কারো জন্য ভোট বা প্রচারণা ছিল না সরাসরি কিন্তু ঐ ভিডিও’র এক পর্যায়ে ফেনী তিন আসনের প্রার্থী আব্দুল আউয়াল মিন্টুর নির্বাচনে ভোটের জন্য ছবি ও রাজনৈতিক দলের প্রতীক দেখা গিয়েছিল।

বিগত নির্বাচনের সময় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের নির্বাচনী প্রচারণায় জাতীয় দলের অনেক ক্রিকেটারই গিয়েছিলেন। সাকিব আল হাসানেরও নির্বাচনী প্রচারণার কাজে ক্রিকেটারদের দেখা গেছে। আসন্ন নির্বাচনে প্রচারণা বহুলভাবে শুরু হওয়ার আগেই জাতীয় ক্রীড়া পরিষদ সকল ফেডারেশনকে খেলোয়াড়দের প্রচারণায় অংশগ্রহণ না করার নির্দেশনা দিয়েছে। আজ (সোমবার) এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করেছে তারা।



এনএসসির চিঠিতে বলা হয়েছে, ‘জাতীয় দলের খেলোয়াড়রা দেশের সম্পদ এবং নাগরিকদের একাত্মতার প্রতীক। তাঁদের ভাবমূর্তি কোনো রাজনৈতিক বা নির্বাচনী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হওয়া ক্রীড়াঙ্গনের নিরপেক্ষতা ও পবিত্রতার জন্য ক্ষতিকর।’

জাতীয় ক্রীড়া পরিষদের মতে, আগামী নির্বাচনকে কেন্দ্র করে কিছু মহল বা ব্যক্তি খেলোয়াড়দের নির্বাচনী প্রচারণায় রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার চেষ্টা করছেন। এটি ক্রীড়ানীতি বিরোধী এবং ক্রীড়াঙ্গনের পরিবেশ কলুষিত করতে পারে। তাই খেলোয়ার এবং খেলার সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য আজকের এই বার্তা।

জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনা অনুযায়ী জাতীয় দলের কোনো খেলোয়াড়কে সরাসরি অথবা পরোক্ষভাবে রাজনৈতিক দলের নির্বাচনী প্রচারণায় বা কোনো প্রার্থীর পক্ষে ব্যবহার করা যাবে না।

খেলোয়ারদের উদ্দেশ্যে বলা হয়েছে, ‘তাদের কোনো নির্বাচনী সভার মঞ্চে এবং প্রচারণামূলক কার্যক্রমে অংশ নেওয়া থেকে বিরত থাকতে হবে। সব খেলোয়াড়কে তাঁদের ক্রীড়া নৈপুণ্যের মাধ্যমে দেশের সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে এবং জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে হবে।’

নিয়ম ভঙ্গকারী ব্যক্তিদের সতর্ক করে এনএসসি বলেচে, এই নির্দেশনার ব্যত্যয় দেশের সুস্থ ক্রীড়া পরিবেশকে মারাত্মকভাবে কলুষিত করতে পারে। সংশ্লিষ্ট সবাইকে এই নির্দেশনা যথাযথভাবে পালন করাতে বলা হয়েছে।

ক্রিফোস্পোর্টস/২৪নভেম্বর২৫/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অন্যান্য