Connect with us
ক্রিকেট

সাকিব কোচ হলে তার কাছে কি শিখতে চান তাইজুল?

Shakib and Taijul
সাকিবের সঙ্গে তাইজুল। ছবি: সংগৃহীত

সাকিব আল হাসান টেস্ট ক্রিকেট কে বিদায় জানিয়েছেন গত বছরের সেপ্টেম্বরে। প্রায় ১৩ মাস ধরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে এই বিশ্বসেরা অলরাউন্ডার। তবে ঘুরেফিরেই ক্রিকেটের আলোচনায় নাম আসে তার।

টেস্টে সাকিবের শূন্যতা বেশ ভালোভাবে পূরণ করে যাচ্ছেন তাইজুল ইসলাম। আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্টে নিয়েছেন ১৩ উইকেট, হয়েছেন সিরিজসেরা। সিরিজের ২য় টেস্টের ১ম ইনিংসে আইরিশদের বিপক্ষে ৪ উইকেট নিয়ে তাইজুল বনে গেছেন বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টেস্টে সবচেয়ে বেশি উইকেট শিকারি।

২য় ইনিংসে ৪ উইকেট নেওয়া তাইজুল এখন প্রথম বাংলাদেশী, যার আন্তর্জাতিক টেস্টে উইকেট সংখ্যা ২৫০। যৌথভাবে সবচেয়ে কম ম্যাচ খেলে ২৫০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন ৩৩ বছর বয়সী এই বাঁহাতি স্পিনার। ফিটনেস ও ছন্দে থাকলে হয়তো আরো কয়েক বছর দলের স্পিন আক্রমণের নেতৃত্বে থাকবেন তাইজুল।



সাকিবের অনুপস্থিতিতে তাইজুলের দায়িত্ব বেড়েছে কয়েকগুণ। দেশের ক্রিকেটে সাকিবের ফেরার সম্ভাবনা ক্ষীণ। তবে ভবিষ্যতে তিনি স্পিন কোচ হলে কতটা রোমাঞ্চ কাজ করবে, কী শিখতে চাইবেন, ম্যাচ শেষে গণমাধ্যমকে জানিয়েছেন তাইজুল।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাইজুল বললেন, ‘না এখানে রোমাঞ্চিত হওয়ার কিছু নাই। এখানে উনি একজন বড় তারকা। এখন যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে কোচ হিসেবে নিয়োগ দেয়, অবশ্যই এটা ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত হবে। যে-ই কোচ আসবে আমাদের তাদের সঙ্গেই কাজ করতে হবে।’

উইকেট সংখ্যায় সাকিব কে ছাড়িয়ে গেছেন তাইজুল। তবে সাকিবকে ছাড়িয়ে যাওয়া সম্ভব কিনা এমন প্রশ্নে তাইজুলের উত্তর, ‘এটা বলাটা কঠিন, এখন এই মুহূর্তে এভাবে বলাটা (কঠিন)। যখন আপনি দেখবেন একজনের ক্যারিয়ারে ১০০-১৫০-২০০ উইকেট যোগ হয়েছে, তখন হয়তোবা বুঝবেন, এর বয়স এমন আছে বা এর সামনে এত ম্যাচ খেলতে পারে তখন একটা সম্ভাবনার কথা বলা যায়। না এই একটা সময়ে এরকম উইকেটের মালিক হতে পারে। এখন যারা শুরু করছে এখনই আপনার বলাটা কঠিন- সে ৫০০ উইকেটে যাবে।’

ক্রিফোস্পোর্টস/২৩নভেম্বর২৫/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট