Connect with us
ফুটবল

দ্বিতীয় ম্যাচের আগে আর্জেন্টিনা দলে যোগ দিলেন মেসি

Messi joins the Argentina squad ahead of the second match.
জাতীয় দলে যোগ দিয়ে অনুশীলনে ব্যস্ত মেসি। ছবি- এএফএ

ফিফা অক্টোবর উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্র সফর করেছে আর্জেন্টিনা। ইতোমধ্যে ভেনেজুয়েলার বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচ খেলেছে আলবিসেলেস্তেরা। তবে সেই ম্যাচে ছিলেন না দলটির অধিনায়ক লিওনেল মেসি। এবার দ্বিতীয় ম্যাচে পুয়ের্তো রিকোর বিপক্ষে খেলবে আকাশী-নীলরা। এই ম্যাচ খেলতে আর্জেন্টিনা শিবিরে যোগ দিয়েছেন মেসি।

আর্জেন্টিনা শিবিরে মেসির যোগদানের বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। এক বিবৃতিতে আর্জেন্টিনা ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, ‘ আর্জেন্টিনা দলে যোগ দিয়েছেন লিওনেল মেসি। তার প্রত্যাবর্তন সবার মনে দারুণ প্রত্যাশা তৈরি করেছে। দলে তার অন্তর্ভুক্তি দর্শকদের জন্য আন্তর্জাতিক ম্যাচের আবহ তৈরি করবে।’

মূলত ক্লাব ব্যস্ততা থাকায় প্রথম ম্যাচে জাতীয় দলে দেখা যায়নি মেসিকে। এমএলএসে ইন্টার মায়ামির হয়ে আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মেসিকে খেলার সুযোগ দেন কোচ লিওনেল স্কালোনি। টেবিল টপারদের সঙ্গে জায়গা ধরে রাখার গুরুত্বপূর্ণ ম্যাচটিতে ৪-০ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছিল মায়ামি। ওই ম্যাচে জোড়া গোলের পাশাপাশি এক গোলে সহায়তা করেন এই ফরোয়ার্ড।



ক্লাব ডিউটি শেষে এবার জাতীয় দলের জার্সিতে মাঠ মাতাবেন মেসি। দলে যোগ দিয়ে ইতোমধ্যে অনুশীলন করেছেন এই তারকা। আগামী ১৫ অক্টোবর ফ্লোরিডায় চেজ স্টেডিয়ামে পুয়ের্তো রিকোর বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে ম্যাচটি।

এর আগে ভেনেজুয়েলার বিপক্ষে মেসিবিহীন আর্জেন্টিনা ১-০ গোলে জয় পেয়েছিল। সেই ম্যাচে সুযোগ পেয়েছিলেন বেশ কয়েকজন তরুণ ফুটবলার। ম্যাচের ৩১ মিনিটেই লো কেলসোর গোলে লিড নিয়েছিল আর্জেন্টিনা। পরবর্তীতে আর গোলের দেখা পায়নি তারা। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে স্কালোনির শিষ্যরা।

ক্রিফোস্পোর্টস/১৩অক্টোবর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল