Connect with us
ক্রিকেট

সালমান-রিজওয়ানের ব্যাটে লাহোর টেস্টের প্রথম দিন পাকিস্তানের

With Salman and Rizwan’s batting, the opening day of the Lahore Test belongs to Pakistan.
মিডল অর্ডারের ব্যর্থতার পর হাল ধরেন সালমান ও রিজওয়ান। ছবি- এএফপি

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নের নতুন মৌসুম শুরু করলো পাকিস্তান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রোটিয়াদের বিপক্ষে প্রথম ইনিংসে দারুণ সূচনা করেছে স্বাগতিকরা। শুরুতে ইমামুল হক ও শান মাসুনের দারুণ ব্যাটিংয়ের পর শেষ সেশনে সালমান আলী আগা ও মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে প্রথম দিন পাকিস্তানের। 

আজ (রোববার) লাহোর টেস্টের প্রথম দিন শেষে ৯০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩১৩ রান সংগ্রহ করেছে পাকিস্তান। স্বাগতিকদের হয়ে অল্পের জন্য সেঞ্চুরি মিস করেন ইয়ামুল। ১৫৩ বলে ৭ চার ও ১ ছক্কায় ৯৩ রান করে ফেরেন এই ওপেনার। অধিনায়ক শান মাসুদের ব্যাটে আসে ৭৬ রান। ১৪৭ বলে ৯ চার ও ১ ছক্কায় ইনিংসটি সাজান এই ব্যাটার।

তবে রান পাননি ওপেনার আব্দুল্লাহ শফিক। ৩ বলে ২ রান করে শুরুতেই ফিরে যান এই ব্যাটার। দীর্ঘদিন পর মাঠে ফিরে প্রত্যাশিত পারফর্ম করতে পারেননি বাবর আজম। ক্রিজে সেট হয়েও ২৩ রান করে ফেরেন এই তারকা। ব্যর্থ হয়েছেন সৌদ শাকিলও। রানের খাতাই খুলতে পারেননি তিনি। গোল্ডেন ডাকে ফিরেছেন এই ব্যাটার।



প্রথম সেশনে আব্দুল্লাহ ফেরার পর বাকি সময়টা আধিপত্য ছিল পাকিস্তানের। এরপর দ্বিতীয় সেশনেও আধিপত্য দেখিয়েছে স্বাগতিকরা। তবে দ্বিতীয় সেশনের শেষদিকে সফরকারীরা দ্রুত তিনটি উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরে। তৃতীয় সেশনের শুরুতেই বাবরকে ফিরিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় প্রোটিয়ারা। তবে পরবর্তীতে সালমান ও রিজওয়ানের ব্যাটে ফের ম্যাচের নিয়ন্ত্রণ নেয় পাকিস্তান।

দলের ১৯৯ রানে পঞ্চম উইকেট হারায় পাকিস্তান। এরপর সালমান ও রিজওয়ান মিলে ১১৪ রানের অপরাজিত জুটি গড়ে প্রথম দিন শেষ করে মাঠ ছাড়েন। আর দুজনেই তুলে নিয়েছেন ফিফটি। রিজওয়ান ১০৭ বলে ২ চার ও ২ ছক্কায় ৬২ রান করে অপরাজিত আছেন। অপরপ্রান্তে সালমান ৮৩ বলে ২ চার ও ১ ছক্কায় ৫২ রানে অপরাজিত আছেন।

দক্ষিণ আফ্রিকার পক্ষে ২৬ ওভারে ১০২ রান দিয়ে ২ উইকেট শিকার করেছেন সেনুরান মুত্থুসামি। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন কাগিসো রাবাদা, সাইমন হার্মার ও প্রেনেলান সুবরায়ান।

আগামীকাল (সোমবার) বাংলাদেশ সময় বেলা ১১টায় শুরু হবে দ্বিতীয় দিনের খেলা।

ক্রিফোস্পোর্টস/১২অক্টোবর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট