Connect with us
ক্রিকেট

অশ্রুসিক্ত নয়নে মারুফা জানালেন তার সংগ্রামের গল্প

মারুফা আক্তার
মারুফা আক্তার। ছবি: সংগৃহীত

সাম্প্রতিক সময়ে দারুণ পারফরম্যান্স করে বেশ আলোচনার রয়েছেন নারী ক্রিকেট দলের পেসার মারুফা আক্তার। নারী ওয়ানডে বিশ্বকাপে তার নজরকাড়া বোলিং তাকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। 

জীবনের নানা প্রতিবন্ধকতা পেরিয়ে জাতীয় দলে খেলা মারুফার উঠে আসার গল্পটা অন্য দশ জন সাধারণ খেলোয়াড়দের মতো নয়। দারিদ্রতার কষাঘাতে এক সময় বাবার কৃষি কাজে সাহায্য করা মারুফা এখন দেশের নারী ক্রিকেটের সবচেয়ে আলোচিত মুখ। তার বোলিংয়ের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে প্রশংসা করেছেন শ্রীলঙ্কান কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গা।

নিজের ক্রিকেটার হওয়ার সংগ্রামের গল্প সম্প্রতি আইসিসিকে জানিয়েছেন মারুফা। অর্থনৈতিক দুরবস্থার কারণে একসময় গ্রামের মানুষজন তাকে খুব একটা সম্মানের চোখে দেখতো না, ঈদেও পেতেন না নতুন জামা।



নিউজিল্যান্ড ম্যাচের আগে আইসিসির ডকুমেন্টারিতে অশ্রুসিক্ত হয়ে মারুফা বলেন, ‘বিভিন্ন দাওয়াত থাকে না? এসব জায়গায় আমাদের ডাকত না, বলত ওদের ড্রেস নাই। একটা সময় ছিল যখন আমরা ঈদেও নতুন জামা কিনতে পারিনি।’

মারুফা আরও বলেন, ‘আমার বাবা একজন কৃষক। আমাদের সেরকম পয়সাকড়ি ছিল না। যে গ্রামে বড় হয়েছি, তারাও এমন সাপোর্টিভ না।’

তবে জাতীয় দলে সুযোগ পাওয়ার পরেই বদলে গেছে রংপুর থেকে উঠে আসা মারুফাদের জীবন। পরিবারের পাশের দাঁড়ানোর মাধ্যমে আত্মতৃপ্তি খুঁজে পান বলে জানিয়েছেন মারুফা।

হাস্যজ্জল মুখে বদলে যাওয়া গল্প দিনের গল্প শোনাতে গিয়ে টাইগ্রেস পেসার বলেন, ‘আসলে এখন আমরা যেরকম অবস্থাতে এসেছি, অন্যরা এখন সেরকম জায়গায় নেই। আমি যেভাবে ফ্যামিলিকে সাপোর্ট করছি, অনেক ছেলেরাও হয়ত সেভাবে পারছে না। এটা অন্যরকম একটা শান্তি দেয়। ছোটবেলায় ভেবেছি মানুষ কবে আমাদের এভাবে দেখবে, হাততালি দিবে, এখন টিভিতে (নিজেকে) দেখলে লজ্জা লাগে।’

ক্রিফোস্পোর্টস/১০অক্টোবর২৫/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট