Connect with us
ফুটবল

জয়-পরাজয়ের চেয়ে সমর্থকদের ভালোবাসাই বড় প্রাপ্তি : তামিম

তামিম ইকবাল
তামিম ইকবাল। ছবি: সংগৃহীত

গতকাল (বৃহস্পতিবার) এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচে শেষ মুহূর্তের গোলে স্বপ্ন ভঙ্গ হয় হামজা-সোমদের। তবে বাংলাদেশ দলের হারের চেয়েও বড় প্রাপ্তি মানুষের সমর্থন বলে মনে করেন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। 

এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে ৪-৩ ব্যবধানে হারায় মূল পর্বে উঠার সম্ভাবনা নেই বললেই চলে হাভিয়ের কাবরেরার দলের।

আজ (শুক্রবার) রাজধানীর একটি রেস্তোরাঁ উদ্বোধনে গিয়ে তামিম বলেন, ‘ম্যাচের ফলাফল আমাদের পক্ষে না গেলেও বেশ কিছু ইতিবাচক দিক দেখা গেছে। বাংলাদেশ দলের হার-জিতের চেয়েও আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, বাংলাদেশের ফুটবল এখন যে পরিমাণ ভালোবাসা পাচ্ছে, মানুষ মাঠে যাচ্ছে, বাচ্চারা মাঠে যাচ্ছে, পরিবারগুলো একসঙ্গে যাচ্ছে খেলা দেখতে, বাংলাদেশকে সাপোর্ট করতে-এটাই সবচেয়ে বড় ব্যাপার।’



শেষ মুহূর্তের গোলে ম্যাচ হারার বিষয়ে তামিম বলেন, ‘এটা দুঃখজনক। ফুটবল আমার পেশা না হলেও আমার জন্য কিংবা মাঠে ছিলো বা খেলা দেখেছে এমন সবার জন্যই হৃদয়বিদারক। একই সঙ্গে আমি খুশি এই কারণে যে, একটা সময় মনে হচ্ছিল ম্যাচ একপেশে হয়ে যাচ্ছে। সেখান থেকে ৩-৩ সমতা আনা এবং শেষ পর্যন্ত হারা। আমার মনে হয় এই ম্যাচে ইতিবাচক আছে।’

হামজা চৌধুরী, সামিত সোম, ফাহমিদুলদের পেয়ে বদলে যাওয়া দেশের ফুটবল নিয়ে নতুনকরে স্বপ্ন দেখতে শুরু করেছে ভক্তরা। প্রতিটি ম্যাচেই দেখা যাচ্ছে ভক্তদের বাড়তি উন্মাদনা। হংকং এর বিপক্ষে ম্যাচের টিকিট বিক্রি শেষ হয়েছে মাত্র ৩০ মিনিটে। ম্যাচ দেখতে আগেভাগেই জাতীয় স্টেডিয়ামে হাজির হন সমর্থকরা। ঘরের মাঠে নিজেদের জয়ের অপেক্ষায় ছিল সবাই।

তবে হারের পরও ঘুড়ে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হামজাদের জানিয়েছেন সান্ত্বনা। হংকংয়ের কাছে হারলেও ভক্তদের এই ভালোবাসাই ফুটবলের জন্য বড় পাওয়া বলে মনে করেন তামিম।

ক্রিফোস্পোর্টস/১০অক্টোবর২৫/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল