
অনেকদিন ধরে ব্যর্থতার জালে পরে থাকা ব্রাজিল নিজেদের ভাগ্য বদলানোর জন্য প্রথমবারের মতো পূর্ণ মেয়াদে বিদেশি কোচ কার্লো আনচেলত্তিকে নিয়োগ দিয়েছে। এর আগের সব কোচ ছিল ব্রাজিলিয়ান। সেই বৃত্ত থেকে বের হবার উদ্দেশ্যেই তারা বিদেশি কোচ নিয়োগ দেয়।
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের দায়িত্ব নেওয়া কার্লো আনচেলত্তি ইতোমধ্যে চার মাস পার করে ফেলেছেন। এখনো পর্যন্ত ব্রাজিল তার অধীনে ৪ ম্যাচে দুটি জয় ও একটি করে হার ও ড্র করেছে। ব্রাজিলের ২০২৬ বিশ্বকাপের আশা জাগানো এই কোচ জাতীয় দলের হিসাবে অন্যান্য কোচদের তুলনায় সবচেয়ে বেশি বেতন পেয়ে থাকেন।
ইতালিয়ান সংবাদমাধ্যম ‘লা গ্যাজেটা দেলো স্পোর্ট’ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। তাদের তথ্য অনুসারে, বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া জাতীয় দলের কোচ হলেন কার্লো আনচেলত্তি। তিনি বছরে ৯.৫ মিলিয়ন ইউরো যা টাকার হিসাবে প্রায় ১৩৪ কোটি ৪২ লাখ টাকা করে পান। তবে ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবোর তথ্যমতে, শুধু বার্ষিক ১০ মিলিয়ন ইউরো নয়, তিনি বেতনের পাশাপাশি বিভিন্ন বোনাসও পাবেন।
মূলত কোচদের পারিশ্রমিকের ব্যাপারে কখনো কোনো দল আনুষ্ঠানিকভাবে কিছুই জানায় না।
কিন্তু জাতীয় দলের কোচদের মাঝে আনচেলত্তি যে সবচেয়ে বেশি বেতন পান সেটি এর আগেও আলোচনায় এসেছিল। কেননা ইউরোপের অন্যতম জনপ্রিয় এই কোচ রিয়াল মাদ্রিদ ছাড়ার অন্যতম শর্ত দিয়েছিলেন উচ্চ বেতন-ভাতা। তাছাড়া এর বাইরেও আনচেলত্তি নিজেই রিয়াল মাদ্রিদের বাইরে কোচ হিসেবে জাতীয় দলের দায়িত্ব নিলে ইতালি ও ব্রাজিলের কথাই বলেছিলন। শেষ পর্যন্ত রিয়ালের সাবেক এই কিংবদন্তি কোচকে এনেছে সেলেসাওরা।
অন্যান্য জাতীয় দলের কোচদের চেয়ে বেতনের হিসাবে অনেক বেশি এগিয়ে আছেন আনচেলত্তি। ইতালিয়ান গণমাধ্যমের তথ্য অনুসারে, দ্বিতীয় অবস্থানে আছেন ইংল্যান্ডের কোচ থমাস টুখেল। তার বার্ষিক বেতন ৫.৯ মিলিয়ন ইউরো যা প্রায় সাড়ে ৮৩ কোটি টাকা। এই তালিকায় অবশ্য আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দেওয়া কোচ লিওনেল স্কালোনির অবস্থান অনেক পেছনে। তিনি আছেন তালিকায় ১০ নম্বরে। তাকে বছরে ২.৩ মিলিয়ন ইউরো বেতন দেয় দেশটির ফুটবল ফেডারেশন এএফএ।
কিন্তু উজবেকিস্তানের মতো দেশও আর্জেন্টিনার চেয়ে তাদের কোচকে উচ্চ বেতন দেয়। এই তালিকার চারে থাকা উজবেকিস্তানের ইতালিয়ান কোচ ফ্যাবিও ক্যানাভারো পান বছরে ৪ মিলিয়ন ইউরো। তাছাড়া তালিকায় তিন নম্বরে আছেন জার্মানির কোচ জুলিয়ান নাগালসম্যান। তিনি বছরে ৪.৯ মিলিয়ন ইউরো বেতন পান।
জাতীয় দলের শীর্ষ কোচদের বেতন
কার্লো আনচেলত্তি (ব্রাজিল) – ৯.৫ মিলিয়ন ইউরো
থমাস টুখেল (ইংল্যান্ড) – ৫.৯ মিলিয়ন ইউরো
জুলিয়ান নাগালসম্যান (জার্মানি) – ৪ মিলিয়ন ইউরো
রবার্তো মার্টিনেজ (পর্তুগাল) – ৪ মিলিয়ন ইউরো
দিদিয়ের দেশম (ফ্রান্স) – ৩.৮ মিলিয়ন ইউরো
মার্সেলো বিয়েলসা (উরুগুয়ে) – ৩.৫ মিলিয়ন ইউরো
রোনাল্ড কোম্যান (নেদারল্যান্ডস) – ৩ মিলিয়ন ইউরো
গুস্তাভো আলফারো (প্যারাগুয়ে) – ২.৫ মিলিয়ন ইউরো
লিওনেল স্কালোনি (আর্জেন্টিনা) – ২.৩ মিলিয়ন ইউরো
ক্রিফোস্পোর্টস/১০অক্টোবর২৫/টিএ
