Connect with us
ক্রিকেট

শান্ত-সাইফদের বিদায়ের পর মিরাজ–হৃদয়ে এগোচ্ছে বাংলাদেশ

After the dismissals of Shanto and Saif, Miraz and Hridoy are taking Bangladesh forward.
শুরুর বিপর্যয়ের পর দলের হাল ধরেছেন হৃদয় ও মিরাজ। ছবি- সংগৃহীত

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ (বুধবার) আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা আশানুরূপ হয়নি বাংলাদেশের। পঞ্চাশ পেরিয়েই ৩ উইকেট হারিয়েছে টাইগাররা। তবে শুরুর বিপত্তির পর তাওহীদ হৃদয় ও মেহেদি হাসান মিরাজের ব্যাটে এগোচ্ছে বাংলাদেশ। 

এদিনে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লেতেই ফিরে যান তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত। দলীয় ১৮ রানের মাথায় ১০ রান করে আজমতউল্লাহ ওমরজাইয়ের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন এই ওপেনার। তিনে নেমে সুবিধা করতে পারেননি শান্ত। তিনি ওমরজাইয়ের বলে ক্যাচ দিয়ে ফেরেন। তার ব্যাট থেকে আসে ২ রান।

শুরুর বিপর্যয়ের পর ব্যাট হাতে আশা জাগান অভিষিক্ত সাইফ হাসান। তবে দলের ৫৩ রানে ফেরেন ভরসা দেওয়া এই ব্যাটার। বাঁহাতি স্পিনার নানগেইয়ালিয়া খারোতির অফ স্টাম্পের বাইরে হাওয়ায় ভাসানো বলটিতে বড় শট খেলতে চেয়েছিলেন সাইফ। তবে ব্যাটে-বলে ঠিকভাবে টাইমিং করতে পারেননি তিনি। সীমানায় তার ক্যাচ লুফে নেন রশিদ খান। ৩৭ বলে ২৬ রান করে সাজঘরের পথে ধরেন এই ইনফর্ম ব্যাটার।



টপ অর্ডারের ব্যর্থতার পর দলের হাল ধরেছেন তাওহীদ হৃদয় ও মেহেদি হাসান মিরাজ। এই দুইয়ের ব্যাটে ইতোমধ্যে শতরান পেরিয়েছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩২ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩৯ রান।

ফিফটি তুলে নিয়েছেন তাওহীদ হৃদয়। ৭৫ বলে ৫২ রানে ব্যাট করছেন তিনি। মিরাজও আছেন ফিফটির পথে। ৬৭ বলে ৪৫ রানে ব্যাট করছেন টাইগার দলপতি। আফগানিস্তানের পক্ষে এখন পর্যন্ত দুর্দান্ত বোলিং করেছেন আজমতউল্লাহ ওমরজাই। ৪ ওভারে ১৪ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন এই পেসার।

ক্রিফোস্পোর্টস/৮অক্টোবর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট