
প্রীতি ম্যাচে আগামী পরশু ওয়েলসের বিপক্ষে মাঠে নামবে হ্যারি কেইনের ইংল্যান্ড। তবে এই ম্যাচে কেইনের খেলা নিয়ে রয়েছে শঙ্কা। চোটে গোড়ালিতে অস্বস্তি অনুভব করায় ওয়েলসের বিপক্ষে প্রীতি ম্যাচে তার খেলা অনিশ্চিত।
১০৯ ম্যাচে ৭৪ গোল করে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা হওয়া হ্যারি কেইন এবারের মৌসুমে বায়ার্ন মিউনিখের হয়েও দারুন খেলছেন। চলতি মৌসুমের সব প্রতিযোগিতা মিলে বায়ার্নের হয়ে ১০ ম্যাচে করেছেন ১৮ গোল এই ইংলিশ তারকা।
সংবাদ মাধ্যম স্কাই স্পোর্টসের প্রতিবেদন অনুসারে, ‘কেইন ওয়েলসের বিপক্ষে ম্যাচে খেলার ব্যাপারে বড় ধরনের অনিশ্চয়তার মধ্যে রয়েছেন’। গোড়ালিতে চোটের সমস্যায় ভুগছেন এই ইংলিশ ক্যাপ্টেন। বুধবার দলের সঙ্গে অনুশীলনও করেননি। কোচিং স্টাফদের রুটিন মেনে ইনডোরে আলাদা অনুশীলন করছেন তিনি। সঙ্গে ছিলেন বায়ার লেভারকুজেনের সেন্টার-ব্যাক জারেল কোয়ানসাহ।
গত শনিবার আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে ৩-০ গোলে হারানোর ম্যাচের ৫ মিনিট বাকি থাকতে খুঁড়িয়ে মাঠ ছাড়েন কেইন। পরে তিনি জানান, তিনি ঠিক আছেন এবং ইংল্যান্ড দলে যোগ দেবেন।
এদিকে কেইনকে না পেলে তার বদলি হিসেবে অলি ওয়াটকিনস, মার্কাস রাশফোর্ড বা জ্যারড বোয়েনের মধ্যে কাউকে বেছে নিতে পারেন ইংল্যান্ড কোচ টমাস টুখেল। নিউক্যাসলের হয়ে মৌসুমে দারুণ খেলা অ্যান্থনি গর্ডনও দেখা যেতে পারে।
তারকা ফুটবলার জ্যাক গ্রিলিশ, জুড বেলিংহাম ও ফিল ফোডেন দলে নেই, এর মাঝে কেইনের ইনজুরি বাড়তি চিন্তার কারণ হতে পারে ইংলিশদের। সেপ্টেম্বরে আন্তর্জাতিক বিরতির ম্যাচগুলোয় যারা টুখেলকে মুগ্ধ করেছিলেন, তাঁদেরই আবার সুযোগ মিলেছে দলে।
আগামী মঙ্গলবার (১৪ অক্টোবর) ইংল্যান্ড লাটভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে। সেই ম্যাচে জিততে পারলে তারা নিশ্চিত করতে পারবে আগামী গ্রীষ্মের বিশ্বকাপে জায়গা, যদি না সার্বিয়া আলবেনিয়া ও অ্যান্ডোরাকে হারায়।
ক্রিফোস্পোর্টস/৮অক্টোবর২৫/এআই
