
ওয়ানডে অধিনায়কত্ব হারানোর পর প্রথমবারের মতো মুখ খুললেন ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা। অস্ট্রেলিয়া সিরিজে দলে থাকলেও অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন শুভমান গিল। মুম্বাইয়ের সিয়েটের পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদানের অনুষ্ঠানে এ নিয়ে মুখ খোলেন রোহিত।
গত মঙ্গলবার (৭ অক্টোবর) মুম্বাইয়ে সিয়েট ক্রিকেট রেটিং অ্যাওয়ার্ডসের ২৭তম আসরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে নেতৃত্ব দেওয়ার জন্য বিশেষ স্মৃতিচিহ্ন দিয়ে সম্মানিত করা হয় ৩৮ বছর বয়সী তারকা রোহিত শর্মাকে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রোহিত বলেন, “আমি ব্যক্তিগতভাবে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে ভালোবাসি। তাদের দেশে ক্রিকেট খেলা বেশ চ্যালেঞ্জিং। সেখানকার মানুষ খেলাটা ভালোবাসে। তবে যতবারই আমরা অস্ট্রেলিয়ার মুখোমুখি হই, সেটা এক নতুন চ্যালেঞ্জ। সেখানে বেশ কয়েকবার গিয়েছি, তাই এখন বুঝি কী প্রত্যাশা করা যায়। আশা করছি আমরা সেখানে ভালো করব।”
অধিনায়কত্ব হারিয়ে কোনো সরাসরি মন্তব্য না করলেও আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে ভালো করার বিষয়ে আশাবাদী রোহিত। নেতৃত্বের দায়িত্ব না থাকায় ব্যাটিংয়ে আরও মনোযোগী হবেন বলে আশা করছেন ভক্তরা। নিজেও প্রস্তুতি নিচ্ছেন রোহিত—ওজন কমিয়েছেন, অনুশীলন জোরদার করেছেন, এমনকি পরামর্শ নিয়েছেন সাবেক সহকারী কোচ অভিষেক নায়ারের কাছ থেকে। ২০২৭ বিশ্বকাপে ভালো খেলা এখন তার একমাত্র লক্ষ্য।
এর আগে রোহিতকে অধিনায়কত্ব থেকে সরানোর বিষয়ে নির্বাচক আজিত আগারকার বলেন, “তিন ফরম্যাটে তিনজন আলাদা অধিনায়ক রাখা কার্যত অসম্ভব। এটা দলের জন্যও ভালো নয়, কোচের জন্যও সমস্যা তৈরি করে।” হেড কোচ গৌতম গম্ভীরের পরামর্শেই রোহিতের জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে শুভমান গিলকে বলেও জানান তিনি।
আগারকার আরও বলেন, “পরবর্তী বিশ্বকাপ কোথায় হবে, সেটাও বিবেচনা করা হয়েছে। ওয়ানডে এখন সবচেয়ে কম খেলা হয়, তাই সময় নষ্ট না করে শুভমানকে এখন থেকেই দায়িত্ব দেওয়া হয়েছে, যেন সে দল তৈরি করতে পারে।”
আগামী ১৯ অক্টোবর ভারত-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে। দ্বিতীয় ম্যাচ হবে ২৩ অক্টোবর, আর তৃতীয় ম্যাচ ২৫ অক্টোবর। সিরিজে রোহিত শর্মার সঙ্গে ফিরছেন বিরাট কোহলিও।
ক্রিফোস্পোর্টস/৮অক্টোবর২৫/এনজি
