
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে সেরা উইকেটকিপার কে? এই প্রশ্নের উত্তরে সবাই নির্দ্বিধায় প্রথমেই সোহানের নাম বলবে। সম্প্রতি আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সোহান একাদশে থাকলেও কিপিং করতে দেখা গিয়েছে জাকের আলী অনিককে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে কিপিং এ কে সেরা। তবে ওয়ানডে সিরিজেকে সামনে রেখে এই প্রশ্নের উত্তর দিয়েছেন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
প্রথম ওয়ানডে ম্যাচ শুরুর আগে গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, ‘আমরা জানি সোহান কতটা গুরুত্বপূর্ণ উইকেটকিপার। যদি বাংলাদেশের সেরা উইকেটরক্ষকের কথা বলেন, আমার মতে সোহানই হবে। আমি মনে করি য়ানডেতে কিপিংয়ের সুযোগও তার বেশি থাকবে। অধিনায়ক হিসেবে আমি তাকেই প্রেফার করি।’
মিরাজ তার বক্তব্যে আরও বলেন, ‘কিপিং করার অভিজ্ঞতা সোহানের অনেক আছে। যদি সে কিপিং এর সুযোগ পায়, তাহলে দলে আরও অনেক অবদান রাখতে পারবে। স্কোয়াড নিয়ে জিজ্ঞাসা করায় তিনি বলেন, দল নিয়ে অবশ্যই অনেক আত্মবিশ্বাসী। সবাই খেলার মধ্যে আছে, বেশিরভাগই টি-টোয়েন্টি সিরিজে খেলেছে। কন্ডিশন সম্পর্কেও সবার ভালো জানাশুনা আছে। আশা করি সবাই তাদের সেরাটা দেবে।’
উল্লেখ্য, আজ ৮ অক্টোবর আবুধাবিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচটি বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে। ম্যাচটি সরাসরি দেখা যাবে টি-স্পোর্টস ও নাগরিক টিভির পর্দায়।
ক্রিফোস্পোর্টস/৮অক্টোবর২৫/টিএ
