Connect with us
ক্রিকেট

বাংলাদেশ সফরে আয়ারল্যান্ড দলে পাঁচ চমক

আয়ারল্যান্ড দল
আয়ারল্যান্ড দল। ছবি: সংগৃহীত

নভেম্বরে বাংলাদেশ সফরের জন্য ১৫ সদস্যের টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে আয়ারল্যান্ড দল। স্কোয়াডে জায়গা করে নিয়েছেন পাঁচ নতুন ক্রিকেটার। তাছাড়া ইনজুরি কাটিয়ে টি-টোয়েন্টি সিরিজে ফিরছেন মার্ক অ্যাডায়ার ও জশ লিটল।

এদিকে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে নতুন মুখ হিসেবে দলে ডাক পেয়েছেন কেড কারমাইকেল, স্টিফেন দোহেনি, জর্ডান নিল, ও লিয়াম ম্যাকার্থি। এছাড়াও দলে ফিরানো হয়েছে লেগস্পিনার গ্যাভিন হোইকে যার টেস্ট এখনো অভিষেক হয়নি।

সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে ইনজুরির কারণে টি-টোয়েন্টি সিরিজে ছিল না অভিজ্ঞ দুই পেসার মার্ক অ্যাডায়ার ও জশ লিটল। তবে সবচেয়ে বড় স্বস্তির খবর যে আগামী বছর অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পল স্টারলিংয়ের নেতৃত্বাধীন দলে তাদের ফিরে আসা। হাঁটুর অস্ত্রোপচার করে এতদিন রিহেভে ছিলেন অ্যাডায়ার, আর পেশির চোটে দলের বাইরে ছিলেন লিটল।



বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে দলটির নেতৃত্ব দেবেন অ্যান্ডি বালবার্নি। যার নেতৃত্বে আয়ারল্যান্ড ২০২৪ থেকে এখন পর্যন্ত টানা তিনটি টেস্টে জয় পেয়েছে।

আয়ারল্যান্ডের টেস্ট দল
অ্যান্ডি বালবার্নি (অধিনায়ক), কার্টিস ক্যাম্ফার, কেড কারমাইকেল, স্টিফেন দোহেনি, গ্যাভিন হোই, গ্রাহাম হিউম, ম্যাথিউ হামফ্রিজ, অ্যান্ডি ম্যাকব্রিন, ব্যারি ম্যাকার্থি, লিয়াম ম্যাকার্থি, পল স্টারলিং, জর্ডান নিল, হ্যারি টেক্টর, লরকান টাকার, ক্রেগ ইয়াং।

আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি দল
পল স্টারলিং (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, বেন ক্যালিটজ, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, ম্যাথিউ হামফ্রিজ, জশ লিটল, ব্যারি ম্যাকার্থি, হ্যারি টেক্টর, টিম টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট, ক্রেগ ইয়াং।

ক্রিফোস্পোর্টস/৮অক্টোবর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট