
নারী ওয়ানডে বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ভালো শুরু করেছিল বাংলাদেশ। তবে এবার নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে ইংল্যান্ডের কাছে পরাজয় বরণ করল টাইগ্রেসরা। আশা জাগিয়েও শেষ পর্যন্ত ৪ উইকেটে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
আজ মঙ্গলবার ভারতের গৌহাটিতে আগে ব্যাট করতে নেমে ১৭৮ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। এদিন টাইগ্রেসদের ব্যাটিং লাইনআপ চেপে ধরেছিল ইংল্যান্ডের বোলাররা। এক পর্যায়ে মনে হচ্ছিল দেড়শ রানও করতে পারবে না বাংলাদেশ। তবে শেষ দিকে ৯ নম্বরে ব্যাট করতে নেমে ২৭ বলে রাবেয়া খাতুনের অপরাজিত ঝড়ো ৪৩ রান ও সোবহানা মোশতারির ১০৮ বলে ৬০ রানের সুবাদে লড়াই করা পুঁজি পায় বাংলাদেশ।
এরপর ইংল্যান্ডকে রুখে দিতে নেমে ইনিংসের প্রথম ওভারেই সফলতা তুলে নেন মারুফা আক্তার। তার বোলিং জাদুতে পাওয়ারপ্লেতেই ২ উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। এরপর বাকি বোলাররাও চেপে ধরলে ১০৩ রানে নিজেদের ৬ষ্ঠ উইকেট হারিয়ে ফেলে ইংলিশরা।
এতে জয়ের আশা জাগে বাংলাদেশের সমর্থকদের মনে। তবে এরপর ইংল্যান্ডকে পথ দেখান হেদার নাইট ও চার্লি ডিন। ১১১ বলে ৭৯ রানের দুর্দান্ত এক অপরাজিত ইনিংস খেলেন নাইট। আর ডিনের ব্যাট থেকে আসে ৫৬ বলে ২৭ রান। তাদের অবিচ্ছেদ্য জুটি আর কোন উইকেট হারাতে না দিয়েই দলকে নিয়ে যায় জয়ের বন্দরে।
সংক্ষিপ্ত স্কোর কার্ড—
বাংলাদেশ : ১৭৮/১০ রান; ৪৯.৪ ওভার
ইংল্যান্ড : ১৮২/৬ রান; ৪৬.১ ওভার
ক্রিফোস্পোর্টস/৭অক্টোবর২৫/এফএএস
