
নারী বিশ্বকাপের শুরুতেই নিজের দুর্দান্ত ইনসুইং বোলিংয়ে সকলের নজর কেড়েছেন মারুফা আক্তার। পাকিস্তানের বিপক্ষে ম্যাচের প্রথম ওভারে জোড়া উইকেট শিকার করে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই নিজেদের দিকে এনেছিলেন এই টাইগ্রেস পেসার। এবার ইংল্যান্ড ম্যাচেও ইনিংসের প্রথম ওভারে দারুন এক উইকেটের দেখা পেয়েছেন মারুফা।
আজ মঙ্গলবার (৭ অক্টোবর) আগে ব্যাট করে সোবহানা মোস্তারির ফিফটি ও রাবেয়া খানের দৃঢ়তায় ১৭৮ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। যার জবাব দিতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় ইংলিশরা। ইনিংসের শুরু থেকেই দারুন ইনসুইঙ্গারে উইকেটের আশা জাগিয়ে রেখেছিল মারুফা। ওভারের শেষ ডেলিভারিতে অসাধারণ ভাবে ওপেনার অ্যামি জোনসকে এলবিডব্লিউ করেছেন তিনি।
শুধু তাই নয়, নিজের চতুর্থ অর্ডার করতে এসে প্রথম ডেলিভারিতে ইংলিশদের দ্বিতীয় উইকেটটিও শিকার করেছেন মারুফা। এখানেও দুর্দান্ত গতির সঙ্গে দারুন লাইন এবং লেন্থ নিয়ন্ত্রিত বোলিংয়ে তামি বেওমোউন্টের উইকেট তুলে নিয়েছেন তিনি। অসাধারণ ভাবে ভেতরে ঢোকা ইনসুইং বলে এবারও এলবিডব্লিউ করে ফেরান এই ইংলিশকে।
উল্লেখ্য, পাওয়ারপ্লের ১০ ওভার শেষে সেই ২ উইকেট খরচায় ৪৫ রান সংগ্রহ করেছে ইংল্যান্ড নারী দল। মারুফা ৫ ওভার বল করে ২৮ রান দিয়ে শিকার করেছেন দুটি উইকেট।
এদিন ভারতের গৌহাটিতে আগে ব্যাট করতে নামা বাংলাদেশকে চেপে ধরে ইংল্যান্ডের বোলাররা। এক পর্যায়ে মনে হচ্ছিল দেড়শ রানও করতে পারবে না টাইগ্রেসরা। তবে শেষ দিকে ৯ নম্বরে ব্যাট করতে নেমে ২৭ বলে রাবেয়া খাতুনের অপরাজিত ঝড়ো ৪৩ রান ও সোবহানা মোশতারির ১০৮ বলে ৬০ রানের সুবাদে ১৭৮ রানের লড়াই করা পুঁজি পেয়েছে বাংলাদেশ।
ক্রিফোস্পোর্টস/৭অক্টোবর২৫/এফএএস
