Connect with us
ক্রিকেট

ইসফাকের পরিবর্তে বিসিবি পরিচালক হলেন রুবাবা দৌলা

রুবাবা দৌলা ও ইসফাক
রুবাবা দৌলা ও ইসফাক। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কর্তৃক মনোনীত দুইজন পরিচালকের একজন ছিলেন ব্যবসায়ী ইসফাক আহসান। কিন্তু গতকাল বিসিবির নির্বাচনের পর হঠাৎ করেই রাতে সিদ্ধান্ত পরবর্তন করে এনএসসি। বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্টতার কারণেই ইসফাক আহসানের মনোনয়ন প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তাঁর জায়গায় বিসিবি পরিচালক পদে করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলাকে আজ মনোনয়ন দিয়েছে এনএসসি।

এদিকে রুবাবা দৌলা বর্তমানে বহুজাতিক প্রতিষ্ঠান ওরাকল বাংলাদেশ-নেপাল-ভুটানের কান্ট্রি ডিরেক্টর পদে দায়িত্ব পালন করছেন। তার আগে তিনি টেলিকম প্রতিষ্ঠান গ্রামীণফোন ও এয়ারটেলের শীর্ষ পদে কাজ করেছেন।

গ্রামীণফোনের প্রধান যোগাযোগ কর্মকর্তা ও প্রধান বিপণন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন রুবাবা দৌলা। ১৯৯৮-২০০৯ পর্যন্ত তিনি এই প্রতিষ্ঠানে থাকাকালে প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে বাংলাদেশের ক্রিকেটাঙ্গনেও তার সম্পর্ক ছিল। গ্রামীণফোন ২০০৩-২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পনসর ছিল। ২০০৭ সালে বিসিবি ও গ্রামীণফোনের যৌথ উদ্যোগে মিরপুরে জাতীয় ক্রিকেট একাডেমি স্থাপনেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল রুবাবার।



এছাড়াও রুবাবা দৌলা খেলাধুলার সাথেও সম্পৃক্ত ছিলেন। ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করেছেন। তাছাড়া বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্য হিসেবেও কাজ করেছেন রুবাবা দৌলা।

জানা গেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে রুবাবা দৌলা মহিলা উইংয়ের দায়িত্ব নিতে পারেন।

ক্রিফোস্পোর্টস/৭অক্টোবর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট