Connect with us
ফুটবল

দীর্ঘ ভ্রমণ শেষে দেশে ফিরেই অনুশীলনে হামজা

Hamza Choudhury
অনুশীলনে হামজা চৌধুরী। ছবি: সংগৃহীত

ইংল্যান্ড থেকে ১২-১৩ ঘণ্টার লম্বা ভ্রমণ শেষে বেলা সোয়া ১১টার দিকে ঢাকায় পা রেখেছেন হামজা চৌধুরী। তবে এই দীর্ঘ ভ্রমণ হামজা কে ক্লান্তিতে ফেলার জন্য যথেষ্ট নয়। বিকেলেই তিনি যোগ দিয়েছেন দলের সঙ্গে অনুশীলনে। 

আসন্ন হংকং এর বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ দলের অনুশীলন ছিলো ছন্নছাড়া। ৩০ সেপ্টেম্বর থেকেই হ্যাভিয়ের ক্যাবরেরা অসম্পূর্ণ দল নিয়ে করেছেন অনুশীলন। তবে হামজার উপস্থিতি যেন সব অপূর্ণতাকে পূর্ণ করে দিয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হোটেলে গিয়ে লাঞ্চ সেরে কিছু সময় বিশ্রাম নিয়েই হামজা রওনা হন ঢাকা জাতীয় স্টেডিয়ামে। হামজার উপস্থিতিতে আজ অনুশীলনে ব্যাপক গণমাধ্যম কর্মীদের উপস্থিতি দেখা যায়।



তবে গণমাধ্যম কর্মীদের জন্য মাঠে সীমিত সময় বরাদ্দ ছিলো। গণমাধ্যম কর্মীদের স্টেডিয়াম ত্যাগের পর পুরোপুরি রুদ্ধদ্বার অনুশীলন শুরু করে বাংলাদেশ দল। আগামীকাল ক্যাম্পে যোগ দেবেন কানাডা প্রবাসী শামিত সোম। পরেরদিন এক সেশন অনুশীলন করবেন সিঙ্গাপুরের বিপক্ষে গত ম্যাচে জাতীয় দলের জার্সিতে অভিষেক হওয়া এই মিডফিল্ডার।

হংকং এর বিপক্ষে ম্যাচের আগে দলের নতুন দুশ্চিন্তার কারণ হয়েছে ইনজুরি। ইব্রাহিম ও সুমন রেজা আগেই ছিটকে পড়েছেন চোখের কারণে। চোটে আক্রান্ত দলের অন্যতম সেরা ডিফেন্ডার তপু বর্মণকে আলাদা করে রানিং করিয়েছেন ট্রেনার। হংকং এর বিপক্ষে তার খেলা নিয়ে রয়েছে বড় শঙ্কা। সব মিলিয়ে ক্যাম্পের ২৮ জন খেলোয়ারের মাঝে আজ ২৬ জন কে অনুশীলন করিয়েছেন ক্যাবরেরা।

ক্রিফোস্পোর্টস/৬অক্টোবর২৫/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল