
হংকংয়ের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে দলের সঙ্গে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন ইংলিশ ক্লাব লেস্টার সিটি তারকা হামজা চৌধুরী। আজ (৬ অক্টোবর) আনুমানিক সকাল সাড়ে এগারোটার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। আগামী ৯ অক্টোবর হংকংয়ের বিপক্ষে এই গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
হামজার আসাকে কেন্দ্র করে সকাল থেকেই বিমানবন্দরে অপেক্ষারত ছিলেন বিভিন্ন সাংবাদিকরা। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তিনি হাত নেড়ে অভিবাদন জানান সবাইকে। তারপর যথাযথ নিরাপত্তার সহিত বাফুফের একটি গাড়িতে করে তাকে টিম হোটেল ইন্টারকন্টিনেন্টালে নিয়ে যাওয়া হয়।
হামজাকে স্বাগত বাফুফের নির্বাহী সদস্য ইকবাল হোসেন ও কামরুল হাসান হিল্টন উপস্থিত ছিলেন। হোটেলে কিছুটা সময় বিশ্রাম নেওয়ার পর বিকেল দিকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তার অনুশীলনে যোগ দেবার কথা রয়েছে।
উল্লেখ্য, এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ‘সি’ গ্রুপে আছে বাংলাদেশ। এখন পর্যন্ত গত ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে গোলহীন ড্র এবং ১০ জুন ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে ১-২ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। দুটি ম্যাচেই বাংলাদেশের জার্সিতে মাঠ রাঙিয়েছেন হামজা চৌধুরী। বর্তমানে সমান সংখ্যক ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে হংকং ও সিঙ্গাপুর। অন্যদিকে বাংলাদেশ ও ভারতের আছে ১ পয়েন্ট করে।
ক্রিফোস্পোর্টস/৬অক্টোবর২৫/টিএ
