
লা লিগায় অপরাজিত থাকার যাত্রা শেষ হয়ে গেল বার্সেলোনার। সেভিয়ার মাঠে বড় ব্যবধানে হারের স্বাদ নিতে হলো কাতালান এই ক্লাবকে। ৯০ মিনিটের খেলায় একে একে চার গোল খেয়ে ৪-১ ব্যবধানে হার মানতে হয়েছে তাদের।
এই হারের ফলে লিগ টেবিল টপার হওয়ার সুযোগ হাতছাড়া করল বার্সা। বর্তমানে ৮ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে তারা আছে দ্বিতীয় স্থানে। সমান সংখ্যক ম্যাচ খেলে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে ২০১৫ সালের পর প্রথমবার বার্সেলোনাকে হারিয়ে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চারে উঠে এসেছে সেভিয়া। এছাড়া ১৬ পয়েন্ট নিয়ে ভিয়ারিয়াল আছে তিনে।
ম্যাচের শুরুতে ১২ মিনিটেই বার্সার বিপদ ডেকে আনেন রোনাল্দ আরাউহো। পেনাল্টি বক্সে ফাউল করলে রেফারি পেনাল্টি দেন। সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড আলেক্সিস সানচেস শট নিয়ে সেভিয়াকে এগিয়ে দেন। এরপর ৩৭ মিনিটে রুবেন ভার্গাসের পাস থেকে ইসাক রোমেরো গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।
বিরতির ঠিক আগে কিছুটা স্বস্তি ফেরায় বার্সা। পেদ্রির ক্রসে ভলিতে প্রথম বারের মত লা লিগায় গোল করেন মার্কাস রাশফোর্ড।
তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে ফিরতে না পেরে উল্টো আরও চাপে পড়ে যায় কাতালানরা। ৭৬ মিনিটে আদনান ইয়ানুজাইয়ের ফাউলে পেনাল্টি পেলেও গোল মিস করে বসেন রবার্ট লেভানডফস্কি। বল চলে যায় গোল পোস্টের বাইরে।
শেষ দিকে ৯০ মিনিটে এসে হোসে আনহেল কারমোনা গোল করলে ব্যবধান বেড়ে যায়। যোগ করা অতিরিক্ত সময়ে আকর অ্যাডামস গোল করে নিশ্চিত করেন বড় জয়।
অবশ্য, চ্যাম্পিয়নস লিগে পিএসজির কাছে হারের পর লা লিগাতেও এমন বড় হার বার্সেলোনার আত্মবিশ্বাসে ধাক্কা দেবে। তবে সামনে আন্তর্জাতিক বিরতি থাকায় দলকে নতুন করে গোছানোর জন্য কিছুটা সময় পাবেন কোচ হান্সি ফ্লিক।
ক্রিফোস্পোর্টস/৬অক্টোবর২৫/টিএ
