Connect with us
ক্রিকেট

ভারত-পাকিস্তান মহারণে ‘মশার উপদ্রব’

Mosquito attack
মশার আক্রমণ। ছবি: সংগৃহীত

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বৃষ্টির শঙ্কা নিয়ে নারী বিশ্বকাপে চলছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের লড়াই। বিশ্বকাপের মূল আয়োজক ভারত হলেও, পাকিস্তানের ম্যাচগুলো রাখা হয়েছে নিরপেক্ষ ভেন্যু শ্রীলঙ্কার কলম্বোয়। ফলে ভারতকেও খেলতে যেতে হলো দেশটিতে।

খেলার শুরুতেই হাত না মেলানোর মতো নাটকীয়তা দেখা গেছে টসের সময়। টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা খান। দুই দলের লড়াইয়ের মাঝেই এবার হাজির হয়েছে নতুন প্রতিপক্ষ ‘মশা’।

ছেলেদের এশিয়া কাপে ৩বার ভারতের মুখোমুখি হয়েছিল পাকিস্তান । ৩বারই শেষ হাসি হেসেছে সূর্যকুমার যাদবের ভারত। তবে প্রতিবারই খেলার ফলাফল কে ছাপিয়ে আলোচিত হয়েছে দুই দলের ক্রিকেটারদের বিতর্কিত কর্মকান্ড।



আজকের ম্যাচের ২৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২২ রানে ব্যাট করছিল ভারত। পরের ওভারেই ঝাঁকে ঝাঁকে মশা ঘিরে ধরে ক্রিজের আশপাশে থাকা ক্রিকেটারদের। এক পর্যায়ে স্পিনার নাশরা সান্ধুকে আম্পায়ারের সঙ্গে কথা বলতে দেখা যায়। পরে ইশারা দিয়ে আনা হয় মশার স্প্রে। খেলা বন্ধ ছিলো মিনিট কয়েক। ওই সময় মুনিবা আলি ও ফাতিমারা স্প্রে করতে করতে মজায় মেতে ওঠেন।

৩৪ ওভারের পর আবারও শুরু হয় মশার আক্রমণ। তবে এবার নেওয়া হয় বড় পদক্ষেপ, পেশাদার কীটনাশক ছিটানো ব্যক্তিদের দিয়ে মাঠে স্প্রে করা হয়। ফলে খেলা বন্ধ রাখা হয় ১৫ মিনিটের মতো। খেলা বন্ধ হওয়ার আগে ৩৪ ওভারে ৪ উইকেটে ভারতের সংগ্রহ ১৫৪ রান।

ম্যাচে ৫০ ওভার শেষে সব উইকেট হারিয়ে ২৪৭ রান সংগ্রহ করেছে। জবাবে ব্যাট করতে নেমে ভারতের বোলিং তোপে ধসের মুখে পাকিস্তান। শেষ খবর পাওয়া পর্যন্ত ১২ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ২৬ রান।

ক্রিফোস্পোর্টস/৫অক্টোবর২৫/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট