Connect with us
ফুটবল

আমরা বিশ্বাস করি, হংকংকে হারিয়ে ৩ পয়েন্ট তুলে নেব : কাবরেরা

We believe we will earn 3 points by defeating Hong Kong: Cabrera
হংকং ম্যাচে ৩ পয়েন্ট পেতে আশাবাদী বাংলাদেশ কোচ। ছবি- বাফুফে

ফিফা অক্টোবর উইন্ডোতে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথমে ঘরের মাটিতে এবং পরে অ্যাওয়ে ম্যাচে হংকংয়ের মাঠে গিয়ে খেলবে হামজা-জামলরা। আগামী ৯ অক্টোবর ঘরের মাটিতে হংকংকে আতিথ্য দেবে লাল-সবুজের দল।

হংকংয়ের বিপক্ষে দুটো ম্যাচই বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। তবে কোয়ালিফাইয়ের লড়াইয়ে টিকে থাকার জন্য ঘরের মাটিতে মূল্যবান ৩ পয়েন্ট পেতেই হবে জামালদের। বাংলাদেশের কোচ হাভিয়ের কাবরেরাও মনে-প্রাণে বিশ্বাস করেন, হংকংকে হারিয়ে মূল্যবান ৩ পয়েন্ট তুলে নেবে বাংলাদেশ।

হংকং ম্যাচ সামনে রেখে ঢাকা জাতীয় স্টেডিয়ামে ফুটলারদের নিয়ে চলছে প্রস্তুতি ক্যাম্প। আজ (রোববার) বিকেলে অনুশীলনের এক ফাকে সংবাদমাধ্যমের মুখোমুখি হন কোচ কাবরেরা। সেখানে হংকং ম্যাচ ঘিরে নিজেদের লক্ষ্যের কথা জানান এই স্প্যানিশ কোচ।



Bangladesh team practice

হংকং ম্যাচ সামনে রেখে অনুশীলনে বাংলাদেশ দল। ছবি- ক্রিফোস্পোর্টস

কাবরেরার মতে, হংকং বেশ শক্তিশালী দল, তবে ঘরের মাঠে ৩ পয়েন্ট পাবেন বলে বিশ্বাস করেন এই স্প্যানিশ কোচ, ‘আমাদের সর্বোচ্চ বিশ্বাস আছে, আমরা ৩ পয়েন্ট পেতে পারি। হংকং বেশ শক্তিশালী দল, তাতে কোনো সন্দেহ নেই। শারিরিকভাবে তারাও বেশি শক্তিশালী, আমাদের ভুগতে হবে। তাদেরকে সঠিকভাবে মোকাবিলার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। আমরা সবাই সংঘবদ্ধ। আমার বিশ্বাস, আমরা যদি আগের মতো নিজেদের সেরাটা দিতে পারি, তাহলে আমরা ৩ পয়েন্ট পাবো।’

হংকংয়ের মতো শক্তিশালী দলের বিপক্ষে সবাইকে সমানভাবে পারফর্ম করতে হবে। কোচের প্রত্যাশা সবাই ভালো পারফরম্যান্স করবে, ‘প্রত্যেকের কাছ থেকেই একটা বড় পারফরম্যান্স প্রত্যাশা করছি। এটা সবার জন্য অনেক বড় সুযোগ, ঘরের মাঠে পারফর্ম করে মূল্যবান ৩ পয়েন্ট লুফে নেওয়া। তাতে করে আমরা চূড়ান্ত পর্বে ওঠার লড়াইয়ে টিকে থাকতে পারবো এবং আমরা শেষ পর্যন্ত এই লড়াই করে যাবো।’

Javier Cabrea-Bangladesh Coach

সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলছেন কোচ হাভিয়ের কাবরেরা। ছবি- ক্রিফোস্পোর্টস

হংকং ম্যাচে হামজা-শমিতের মতো বিশ্বমানের ফুটলারদের দিকে আলাদা নজর থাকবে। কোচেরও প্রত্যাশা দারুণ পারফরম্যান্স উপহার দেবেন, ‘অবশ্যই হামজা এবং শমিতের কাছ থেকে আমরা ভালো কিছু প্রত্যাশা করছি। হামজা আগামীকাল সকালে আসবে। সবকিছু ঠিক থাকলে তিনি তিনটি ট্রেনিং সেশন পাবেন। তবে শমিতের জন্য কিছুটা কঠিন হবে। তিনি আসবেন পরশুদিন বিকালে।’

আগামী বৃহস্পতিবার (৯ অক্টোবর) ঢাকা জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও হংকং। ম্যাচটি শুরু হবে রাত ৮টায়।

ক্রিফোস্পোর্টস/৫অক্টোবর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল