Connect with us
ক্রিকেট

‘ভারত আমার মাতৃভূমি’— বললেন পাকিস্তানি ক্রিকেটার!

Danish Kaneria
পাকিস্তানি ক্রিকেটার দানিশ কানেরিয়া। ছবি- সংগৃহীত

ভারতীয় নাগরিকত্ব নিতে যাচ্ছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার দানিশ কানেরিয়া, এমন একটি গুজব ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গুজব থেকে নিজের অবস্থান পরিস্কার করতে এক্সে এক পোস্টে তিনি বলেন, ভারত আমার মাতৃভূমি কিন্তু নাগরিকত্ব নেওয়ার কোনো পরিকল্পনা নেই।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরা গুজব এর ভুল ধারণা ভাঙতে তিনি জানান, ভারত তার মাতৃভূমি হলেও আপাতত সে দেশের নাগরিকত্ব নেওয়ার কোনো পরিকল্পনা নেই।

এক্সের পোস্টে দানিশ জানান, পাকিস্তানের মানুষের কাছে থেকে তিনি অনেক ভালোবাসা পেয়েছেন তবে নিজের ক্রিকেট ক্যারিয়ারে ধর্মীয় বৈষম্য ও জোরপূর্বক ধর্মান্তরিত করার চেষ্টার মুখোমুখি হয়েছিলেন তিনি।



পোস্টে তিনি লেখেন, ‘সম্প্রতি অনেকেই আমাকে প্রশ্ন করছেন আমি কেন পাকিস্তান নিয়ে কথা বলি না। কেন ভারতের বিষয়ে মন্তব্য করি। আমি নাকি এসব করছি ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য। আমি বিষয়টা পরিষ্কার করতে চাই। পাকিস্তান ও তার জনগণের কাছ থেকে আমি অনেক কিছু পেয়েছি, সবচেয়ে বেশি পেয়েছি ভালোবাসা। কিন্তু সেই ভালোবাসার পাশাপাশি কর্তৃপক্ষ ও পিসিবির পক্ষ থেকে গভীর বৈষম্যেরও শিকার হয়েছি। আমাকে জোরপূর্বক ধর্মান্তরের চেষ্টাও সহ্য করতে হয়েছে।’

Danish Kaneria (1)

‎এই পাকিস্তানি স্পিনার তার পোস্টে আরও লেখেন, ‘পাকিস্তান আমার জন্মভূমি। আর ভারত আমার মাতৃভূমি। আমার কাছে ভারত এক মন্দিরের মতো পবিত্র। বর্তমানে আমার ভারতীয় নাগরিকত্ব নেওয়ার কোনো পরিকল্পনা নেই। তবে ভবিষ্যতে যদি আমার মতো কেউ নিতে চান, তাদের জন্য সিএএ আইন রয়েছে।’

পাকিস্তানের হয়ে ৬১টি টেস্ট ও ১৮টি ওয়ানডে খেলে এই লেগ স্পিনার শিকার করেছেন ২৭৬ উইকেট। পাকিস্তানের জাতীয় দলে দানিশ কানেরিয়া দ্বিতীয় হিন্দু খেলোয়াড়।

ক্রিফোস্পোর্টস/৫অক্টোবর২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট