
ভারত ও পাকিস্তানের ম্যাচে সব সময় দেখা যায় ভিন্ন রকম উন্মাদনা। সম্প্রতি শেষ হওয়ার এশিয়া কাপের তিন দফায় মুখোমুখি হয়েছিল প্রতিবেশী এই দুটি দল। তবে প্রতিবারই জয়ের শেষ হাসি এসেছে ভারত। আজ আরও একবার দেখা যাবে এশিয়ার দুই পরাশক্তির লড়াই। কিন্তু এবার ম্যাচ হবে নারীদের ওয়ানডে বিশ্বকাপের মঞ্চে।
তবে মুখোমুখি লড়াইয়ে প্রায় বেশিরভাগ সময়ই এগিয়ে থাকে ভারত। যদিও মাঝেমধ্যেই তাদের কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে দেখা যায় পাকিস্তানকে। কিন্তু নারী ক্রিকেটে যেন সেই দৃশ্য অপ্রতুল। ওয়ানডে ফরমেটের ক্রিকেটে আজ পর্যন্ত ভারতকে পরাজিত করতে পারেনি পাকিস্তান নারী দল। তাই নতুন করে ইতিহাস লেখার সুযোগ রয়েছে পাকিস্তানের সামনে।

ভারত ও পাকিস্তান নারী ক্রিকেট দল। ছবি- সংগৃহীত
এখন পর্যন্ত কোনও দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়নি ভারত ও পাকিস্তান নারী দল। তবে এশিয়া কাপ ও বিশ্বকাপের মঞ্চে এগারো বার একে অপরের বিপক্ষে খেলেছে উভয় দল। যেখানে শতভাগ জয় তুলে নিতে সক্ষম হয়েছে ভারত। সর্বশেষ ২০২২ ওয়ানডে বিশ্বকাপে ভারতের কাছে ১০৭ রানের বড় ব্যবধানে পরাজিত হয়েছিল পাকিস্তান নারী দল।
সম্প্রীতি ভারত ও পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক বৈরীতার প্রভাব পড়েছে ক্রিকেট মাঠেও। যে ছাপ দেখা গেছে এশিয়া কাপেও। তবে ক্রিকেট মাঠে বিষয়টাকে স্বাভাবিকভাবে দেখার চেষ্টা করছেন পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা। তিনি বলেন, ‘বাকি সব দলের সঙ্গে আমাদের সম্পর্ক খুব ভাল। আমরা সবার সঙ্গেই সম্পর্ক ভাল রাখার চেষ্টা করি। ক্রিকেটীয় সংস্কৃতি সব রকম ভাবে মেনেই খেলার চেষ্টা করব।’
এদিকে ভারতীয় ক্রিকেটার স্মৃতি মান্ধানা এই ম্যাচ নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তার জানান, ‘ভারত-পাকিস্তান ম্যাচের পরিবেশ সব সময় খুব হাড্ডাহাড্ডি থাকে। স্টেডিয়াম ভর্তি থাকে। সকাল থেকে যাদের সঙ্গে দেখা হয় সকলেই জেতার অনুরোধ করে। এই পরিবেশ নিজের সেরাটা বের করে আনতে সাহায্য করে। আমি এবং সতীর্থরা সেটা উপভোগ করি।’
উল্লেখ্য, চলতি নারী বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে আজ মাঠে নামছে ভারত ও পাকিস্তান উভয় দল। এর আগে টুর্নামেন্টের শুরুতে শ্রীলঙ্কাকে হারিয়েছে ভারত। আর নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে বাজে ভাবে পরাজিত হয়েছিল পাকিস্তান। এই ম্যাচে তাই ভারতকে ফেভারিটের তকমা দেওয়া যেতেই পারে। তবে নতুন ইতিহাস গড়ে সবাইকে চমকে দিতে চাইবে পাকিস্তান।
ক্রিফোস্পোর্টস/৫অক্টোবর২৫/এফএএস
