Connect with us
ক্রিকেট

সাদমানের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরিতে ঢাকার বড় জয়

Shadman’s maiden T20 century powers Dhaka to a big win.
স্বীকৃত টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরি পেয়েছেন সাদমান ইসলাম। ছবি- বিসিবি

জাতীয় দলের ক্রিকেটার সাদমান ইসলামকে সাধারণত ‘টেস্ট স্পেশালিষ্ট’ বলা হয়ে থাকে। কেননা জাতীয় দলের হয়ে নিয়মিত সাদা পোশাকেই খেলে থাকেন তিনি। কখনো রঙিন পোশাকে খেলার সুযোগ পাননি। এবার সেই টেস্ট ব্যাটার টি-টোয়েন্টিতে করলেন দুর্দান্ত এক সেঞ্চুরি। 

আজ শনিবার (৪ অক্টোবর) ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টিতে ঢাকা মেট্রোর হয়ে বরিশালের বিপক্ষে সেঞ্চুরি তুলে নিয়েছেন সাদমান। চলমান এনসিএল টি-টোয়েন্টি আসরে এটাই প্রথম সেঞ্চুরি।

স্বীকৃত টি-টোয়েন্টিতে এটি ছিল সাদমানের প্রথম সেঞ্চুরি। বাংলাদেশের ১৫তম ব্যাটার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে সেঞ্চুরির দেখা পেয়েছেন এই ওপেনার। সাদমানের সেঞ্চুরির পর বরিশালের বিপক্ষে ৯৬ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে ঢাকা মেট্রো।



এদিন সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ঢাকাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বরিশাল। আগে ব্যাট করতে নেমে দলকে উড়ন্ত শুরু এনে দেন সাদমান ও মাহফিজুল ইসলাম। উদ্বোধনী জুটিতেই ১৭৭ রান যোগ করেন তারা। মাহফিজুল ৪৯ বলে ৭৯ রানের ইনিংস খেলে ফিরে যান।

তবে মাহফিজুল ফিরে গেলেও সেঞ্চুরি হাতছাড়া করেননি সাদমান। মাত্র ৫৯ বলে পৌঁছে যান নিজের ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরিতে। শেষ পর্যন্ত ১০১ রান করে আউট হয়ে যান তিনি। রেকর্ডগড়া এই ইনিংসটি ১১ চার ও ৪ ছক্কার মারে সাজান এই ওপেনার।

মাহফিজুলের ফিফটি ও সাদমানের সেঞ্চুরির পর ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৭ রান তুলতে সক্ষম হয় ঢাকা। জবাবে ব্যাট করতে নেমে ১৭.৫ ওভারে ১০১ রানেই গুটিয়ে যায় বরিশাল। দলের পক্ষে ২৪ বলে ২৬ রানের ইনিংস খেলেন ওপেনার আজমির আহমেদ। এছাড়া জাহিদুজ্জামান ১৮ এবং ফজলে মাহমুদ ১৬ রান করেন।

ঢাকার পক্ষে ৩ ওভারে ১৫ রান খরচায় ৩টি উইকেট তুলে নেন মারুফ মৃধা। ২টি করে উইকেট শিকার করেন রাকিবুল হাসান ও আবু হায়দার রনি। এছাড়া একটি করে উইকেট নেন আমিনুল ইসলাম ও শহিদুল ইসলাম।

সংক্ষিপ্ত স্কোর :

ঢাকা মেট্রো: ১৯৭/৬ (২০ ওভার)

বরিশাল: ১০১/১০ (১৭.৫ ওভার)

ফলাফল : ঢাকা মেট্রো ৯৬ রানে জয়ী

ক্রিফোস্পোর্টস/৪অক্টোবর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট