Connect with us
ক্রিকেট

মার্শের প্রথম সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল অস্ট্রেলিয়া

Marsh’s maiden century seals Australia’s series win over New Zealand.
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরি পেয়েছেন মিচেল মার্শ। ছবি- গেটি

নিউজিল্যান্ডের বিপক্ষে গত ১ অক্টোবর সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে সেঞ্চুরির সম্ভাবনা তৈরি করেছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ। তবে আশির ঘরে গিয়ে থামেন তিনি। ৪৩ বলে ৮৫ রান করে আউট হয়ে যান এই ওপেনার। তবে এবার আর সেঞ্চুরির সুযোগ তৈরি করে থামেননি তিনি। সেঞ্চুরি করে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন অজি দলপতি।

আজ শনিবার (৪ অক্টোবর) মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডকে ৩ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। তাতে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে জিতেছে সফরকারীরা।

এর আগে প্রথম টি-টোয়েন্টিতে মার্শের ৮৫ রানের ইনিংসে ভর করে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছিল অস্ট্রেলিয়া। তবে মাউন্ট মঙ্গানুইয়ে দ্বিতীয় ম্যাচে জয় হয় বৃষ্টির। ম্যাচটি কিছুক্ষণ মাঠে গড়িয়ে বৃষ্টিতে পরিত্যক্ত হয়। আজ তৃতীয় টি-টোয়েন্টিটা ছিল নিউজিল্যান্ডের জন্য সিরিজ বাঁচানোর লড়াই। তবে শেষ পর্যন্ত মার্শের কাছে সিরিজ হারাল কিউইরা।



এদিন মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে টস হেরে আগে ব্যাট করে নিউজিল্যান্ড। কিউইরা ব্যাটিংয়ে নামার কিছুক্ষণ পরে ম্যাচ বৃষ্টিতে বন্ধ হয়ে যায়। পরবর্তীতে বৃষ্টি থেকে গেলে কোনো ওভার কাটেনি। নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড।

দলের পক্ষের সর্বোচ্চ ৩৫ বলে ৪৮ রানের ইনিংস খেলেন টিম সেফার্ট। কিউই অধিনায়ক মাইকেল ব্রেসওয়েলের ব্যাট থেকে আসে ২২ বলে ২৬ রান। এছাড়া ১৮ বলে ২৫ রান করেন জিমি নিশাম। বাকিরা কেউই ব্যাট হাতে সুবিধা করতে পারেননি। অস্ট্রেলিয়ার পক্ষে শন অ্যাবট ৩টি এবং জশ হ্যাজেলউড ও হ্যাবিয়ার বার্টলেট ২টি করে উইকেট শিকার করেন।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। একপ্রান্ত আগলে খেলে যান মার্শ, তবে অপরপ্রান্তে আআসা-যাওয়ার মধ্যে ছিলেন অন্যান্য ব্যাটাররা। তবে মার্শের সেঞ্চুরিতে শেষরক্ষা হয় অজিদের। ১৮ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারী।

মার্শ তার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে ১০৩ রান করে অপরাজিত ছিলেন। ৫২ বলে ৮ চার ও ৭ ছক্কার মারে ইনিংসটি সাজান এই ওপেনার। শন অ্যাবট ৭ বলে ১৩ রান করে অপরাজিত ছিলেন এবং মিচেল ওয়েনের ব্যাট থেকে আসে ১৪ রান। বাকি কেউই দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি।

স্বাগতিকদের পক্ষে ব্যাট হাতে দারুণ ক্যামিওর পর বল হাতেও দুর্দান্ত করেন জিমি নিশাম। ৪ ওভারে ২৫ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন এই পেসার। এছাড়া জ্যাকব ডাফি ২টি এবং বেন সিয়ার্স একটি উইকেটের দেখা পান।

সংক্ষিপ্ত স্কোর :

নিউজিল্যান্ড: ১৫৬/৯ (২০ ওভার)

অস্ট্রেলিয়া: ১৬০/৭ (১৮ ওভার)

ফলাফল: অস্ট্রেলিয়া ৩ উইকেটে জয়ী

ক্রিফোস্পোর্টস/৪অক্টোবর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট