Connect with us
ক্রিকেট

শচীনের পরামর্শে গিলের সফলতা, কি বলেছিলেন

Gill's success was due to Sachin
শুভমান গিল ও শচীন টেন্ডুলকার। ছবি- সংগৃহীত

টি-টোয়েন্টি হোক বা ওয়ানডে, সব ফরম্যাটেই যেন পরিচিত মুখ শুভমান গিল। নিজেকে প্রমাণ করেছেন সব ফরম্যাটে। ইংল্যান্ড সফরে দেখিয়েছেন দারুণ পারফরম্যান্স। আহমেদাবাদ টেস্টে ওয়েস্ট ইন্ডিজ এর বিপক্ষেও বজায় রেখেছেন তার পারফর্মেন্সের ধারাবাহিকতা।

‎শুভমান গিল এর নেতৃত্বে দুর্দান্ত বোলিং ও  লোকেশ রাহুল এর সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজ এর বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে জয় তুলে নেয় ভারত। তবে গিল এর টেস্ট অধিনায়ক হিসেবে টিকে থাকাটা মোটেও সহজ ছিল না। সমালোচকরা প্রশ্ন তুলেছে দীর্ঘ ফরম্যাটে মেজাজ ধরে রাখা নিয়ে, আঙ্গুল তুলেছে তার কৌশল এর দিকেও।

তবে সমালোচকদের মুখ বন্ধ করেছেন তার পারফরম্যান্স দিয়ে। নিজের পারফরম্যান্স ধরে রেখেছেন শীর্ষস্থানীয় খেলোয়াড়দের সাথে আলোচনা করে, অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে। পরামর্শ নিয়েছেন শচীন টেন্ডুলকারের কাছে থেকে।



‎জিওহটস্টারের একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে গিল শচীনের পরামর্শ নেওয়ার বিষয়ে জানিয়েছেন। তিনি বলেন, ভারতের বাইরে ভালো পারফর্ম করতে না পারার চাপ ছিল। কিন্তু আমার অনুশীলন, মানসিকতা এবং অবস্থান সম্পর্কে আমি বেশ আত্মবিশ্বাসী ছিলাম। আমি সচিন স্যারের সঙ্গে কথা বলেছিলাম এবং ম্যাথু ওয়েডের কাছ থেকে স্টিভ স্মিথের ফোন নম্বরও নিয়েছিলাম। তারা দুজনেই একই কথা বলেছিলেন; ‘সরাসরি ডিফেন্স করো এবং রান কর।

গিল সহজভাবে স্বীকার করেন যে তিনি সচিন এর পরামর্শ অনুসরণ করে চলেছেন। আগে ফ্রন্ট-ফুট-ওয়েট ট্রান্সফারের সঙ্গে পেড়ে উঠতেন না। ফলে ভালো লেন্থের বলের মুখোমুখি হতে সমস্যায় পড়তেন। শচীন টেন্ডুলকারের মতো কিংবদন্তির কাছে থেকে পরামর্শ পাওয়ার পর নিজের ত্রুটিগুলো খুঁজে বের করে সংশোধন করার চেষ্টা করেন। সফলতাও পান তিনি, পরিবর্তনটা ছিল দুর্দান্ত।

‎ইংল্যান্ড সফরে অধিনায়ক হিসেবে পাঁচটি টেস্টে ৭৫.৪০ এভারেজে ৭৫৪ রান করেন শুভমান গিল, যার মধ্যে চারটি সেঞ্চুরি ছিল।

ক্রিফোস্পোর্টস/৪অক্টোবর২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট