
বাল্টিমোর রয়্যালস ও আটলান্টা ফায়ার ম্যাচে দেখা মিললো পুরোনো সাকিবের৷ ব্যাট হাতে চালিয়েছেন তাণ্ডব, বল হাতেও প্রতিপক্ষকে গুটিয়ে দিয়েছেন। সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে সহজ জয় পায় আটলান্টা ফায়ার।
ব্যাট হাতে বাল্টিমোর বিপক্ষে মাঠে নামে সাকিবের দল আটলান্টা। ব্যাট হাতে ৪ উইকেট হারিয়ে ১৭৫ রানের ভিত গড়ে সাকিবের দল। জবাবে বাল্টিমোর ৮৪ রানে অলআউট হয়। ব্যাটে বলে দারুণ পারফরম্যান্সের জন্য ম্যাচসেরা পুরস্কার জেতেন সাকিব আল হাসান।
শুক্রবারের ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে সাকিবের আটলান্টা। শুরুতে তেমন দাপট দেখাতে পারেনি তারা৷ তবে দ্বিতীয় উইকেটে খেলতে নামে ঋষি পান্ডে ও পল পালমার, খেলেন ঝলমলে ইনিংস। পান্ডে করেন ৬৬ রান, পালমার যোগ করেন ২৬ বলে ৩০ রান।
তবে সাকিবকে নামানো হয় ম্যাচের শেষের দিকে। ম্যাচের ১৬ তম ওভারে খেলতে নামেন সাকিব। দুই চার ও দুই ছক্কায় ১৬ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন সাকিব, দলকে এনে দেয় ১৭৫ রানের বড় সংগ্রহ।
১৭৫ রানের লক্ষ্যে নেমে শুরুতেই ব্যর্থ হন বাল্টিমোরের ব্যাটাররা। ইনিংসের প্রথম ওভারের সাকিবের প্রথম বলে ক্যাচ তুলে দেন মুক্তার আহমেদ। ম্যাচে বল হাতে সাকিব ছিল বেশ কৃপণ। তুলে নিয়েছেন গুরুত্বপূর্ণ তিনটি উইকেট। ৩ ওভার ১ বল করে ৬ রান দিয়ে তিন উইকেট তুলে নেন বাঁহাতি অলরাউন্ডার সাকিব আল হাসান।
ফলে ৮৪ রানে গুটিয়ে যায় বাল্টিমোর রয়্যালস। ৯১ রানের সহজ জয় পায় আটলান্টা ফায়ার। ব্যাট হাতে আগ্রাসী ও বল হাতে তাণ্ডব ছড়িয়ে অনেকটা অনুমেয়ভাবেই ম্যাচসেরা হন সাকিব।
ক্রিফোস্পোর্টস/৪অক্টোবর২৫/এনজি
