Connect with us
ক্রিকেট

বিসিবি নির্বাচন প্রত্যাহার করছেন একের পর এক প্রার্থী

BCB
বিসিবি। ছবি- সংগৃহীত

যত এগিয়ে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন, ততই বাড়ছে নাটকীয়তা। একের পর এক প্রার্থী সরে দাঁড়াচ্ছেন নির্বাচন থেকে। লুৎফর রহমান বাদলের পর এবার সরে দাঁড়ালেন হাসিবুল আলম।

বিসিবি নির্বাচন যত এগিয়ে আসছে, তত নিচ্ছে নতুন মোড়। নির্বাচনে অসংগতির কথা উল্লেখ করে নির্বাচন প্রত্যাহার করছেন বিভিন্ন প্রার্থী। গতকাল রাতে নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন লিজেন্ডস অব রূপগঞ্জের চেয়ারম্যান লুৎফর রহমান বাদল। একইভাবে আজ সকালে রাজশাহী বিভাগের প্রার্থী হাসিবুল আলম বিসিবি ভবনে এসে নিজের সরে যাওয়ার কথা জানান। তার নির্বাচন থেকে সরে যাওয়ার কারণ হিসেবে নির্বাচনে কারচুপিকে দাঁড় করান।

আজ সকালে রাজশাহী বিভাগের এই প্রার্থী সংবাদ সম্মেলনে বলেন, ‘যদি এভাবে চলতে থাকে, তবে বিসিবি নির্বাচনের মান আরও খারাপ হবে। আগের নির্বাচনের চেয়েও খারাপ পরিস্থিতি এখন চোখে পড়ছে। সুষ্ঠু ভোট হচ্ছে না, বরং এটা প্রহসনের নির্বাচন হয়ে যাচ্ছে। তাই আমি মনে করছি, এই প্রক্রিয়ায় ভালো কোনো ফল আসবে না। ফলে আমি স্বেচ্ছায় নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ালাম। আর অংশগ্রহণ করব না।’



নির্বাচন কমিশনকে জানিয়েও কোনো ফল পাওয়া যাচ্ছে না বলে জানান তিনি। নির্বাচন কমিশনকে চিঠি লিখেছেন, তবে কোনো উত্তর পাননি বলে দাবি তার। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘গত ২ অক্টোবর আমি নির্বাচন কমিশনকে একটি চিঠি দিয়েছি। আমার ভোটারদের খুঁজে পাচ্ছি না, ভোট চাওয়ার সুযোগ পাচ্ছি না। তাই আমি মনে করি, মুখলেছুর রহমানের মনোনয়নপত্র বাতিল করা উচিত। তিনি যেভাবে ভোট করছেন, তা পুরোপুরি অবৈধ। এ ব্যাপারে নির্বাচন কমিশনকে ব্যবস্থা নিতে হবে। যেসব কাউন্সিলর প্রলোভনে পা দিয়েছেন, তাদের কাউন্সিলরশিপও বাতিল করতে হবে।’

বিসিবি থেকেও তাকে হতাশ করেছে বলে তিনি জানান। বিসিবি থেকে কোনো তথ্য পাননি হাসিবুল। আজ সকালে তিনি সাংবাদিকদের বলেন, ‘রাজশাহীতে কয়জন কাউন্সিলর ই-সিস্টেমে ভোট দেবেন, আমি তা জানতে এসেছিলাম। কিন্তু বোর্ড থেকে কোনো তথ্য পাইনি। তবে আমি জেনেছি, ক্যাটাগরি–১ এ মোট ৩৫ জন ভোট দেবেন। এর মধ্যে ১৯ জন দেবেন ই–ভোট, আর সরাসরি এসে ১৬ জন ভোট দেবেন।’

এভাবে একের পর এক প্রার্থীর সরে যাওয়ায় জটিলতা তৈরি হচ্ছে নির্বাচনে, বাড়ছে অনিশ্চয়তা। বিসিবি নির্বাচনে সবচেয়ে বেশি প্রতিযোগিতা হয় ক্লাবগুলোর মধ্যে। এবার ২৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন, তাদের মধ্যে ২ জন নির্বাচন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।

ক্রিফোস্পোর্টস/৪অক্টোবর২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট