
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ব্যবধান ও ১৪০ রানে হারিয়েছে ভারত। টেস্টের প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয়েছিল মাত্র ১৬২ রানে। জবাবে ব্যাট করতে নেমে ভারত তাদের প্রথম ইনিংসে ৫ উইকেটে ৪৪৮ রান করে ইনিংস ঘোষণা করে ।
অন্যদিকে ২৮৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে মাত্র ১৪৬ রানেই গুটিয়ে যায় ক্যারিবিয়ানরা।
দলীয় ১২ রানের মধ্যেই ওপেনার তেজনারায়ন চন্দরপলকে ফেরান সিরাজ। এরপর রবীন্দ্র জাদেজা তাঁর ঘূর্ণিতে উইন্ডিজের পুরো ব্যাটিং লাইনআপ ধস নামান। ৪৬ রানেই ৫ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ওপেনার জন ক্যাম্পবেলের পর ব্রেন্ডন কিং ও শাই হোপকে আউট করেন জাদেজা। অধিনায়ক রোস্টন চেজকে ফেরান কুলদীপ যাদব।
অলিক আথানেজে (৩৮) ও জাস্টিন গ্রিভস (২৫) কিছুটা পার্টনারশিপ গড়েছিলেন ঠিকই, কিন্তু সেই জুটি ভাঙেন ওয়াশিংটন সুন্দর। এরপর একই ওভারে জোড়া আঘাত হানেন সিরাজ। দ্বিতীয় ইনিংসে তাঁর শিকার ৩ উইকেট।
দ্বিতীয় ইনিংসে বল হাতে ৪ উইকেটের পাশাপাশি প্রথম ইনিংসে অপরাজিত ১০৪ রানের ইনিংস খেলা রবীন্দ্র জাদেজা হয়েছেন ম্যাচসেরা। চতুর্থবারের মত এক টেস্টে সেঞ্চুরি ও ৪ উইকেট নেওয়ার কীর্তি গড়েন জাদেজা ।
সংক্ষিপ্ত স্কোরবোর্ড: ওয়েস্ট ইন্ডিজ: ১৬২ ও ১৪৬ (আথানেজে ৩৮ জাস্টিন গ্রিভস ২৫; জাদেজা ৪/৫৪, সিরাজ ৩/৩১) ভারত ১ম ইনিংস: ১২৮ ওভারে ৪৪৮/৫ (ধ্রুব জুরেল ১২৫, রবীন্দ্র জাদেজা ১০৪*, লোকেশ রাহুল ১০০, শুভমান গিল ৫০; রস্তন চেজ ২/৯০, সিলস ১/৫৩)।
ফল: ভারত ইনিংস ও ১৪০ রানে জয়ী।
ম্যাচসেরা: রবীন্দ্র জাদেজা
ক্রিফোস্পোর্টস/৪অক্টোবর২৫/টিএ
