
মাস দুয়েক আগেই বাংলাদেশে কাজ করে গেছে জুলিয়ান উড। জাকের-শামীমদের পাওয়ার হিটিং নিয়ে চার সপ্তাহ কাজ করেছিলেন তিনি। এরপর টাইগারদের সঙ্গে নিজে থেকেই চুক্তির মেয়াদ বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন উড। তবে তাতে সাড়া দেয়নি বিসিবি। এবার সেই উডকেই নিজেদের করে নিল শ্রীলঙ্কা।
পাওয়ার হিটিং কোচ হিসেবে পরিচিত জুলিয়ান উডকে নিজেদের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। আগামী এক বছরের জন্য কুশল মেন্ডিস ও পাথুম নিশাঙ্কাদের সঙ্গে কাজ করবেন তিনি। অক্টোবরের ১ তারিখ থেকে শুরু হবে তার চুক্তির মেয়াদ।
এর আগে এশিয়া কাপকে মাথায় রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে চার সপ্তাহের জন্য দেশে এনেছিল। বিশেষ পন্থায় এই সময়ে লিটন দাস, জাকের আলিদের পাওয়ার হিটিং শিখিয়েছেন তিনি। যা নজরে এসেছিল সকলের। এমনকি নারী দলের সঙ্গেও ছোট্ট একটি সেশন করেছিলেন জুলিয়ান উড।
তবে তার আগেই চলতি বছরের শুরুতে শ্রীলঙ্কায় একটি বিশেষ ক্যাম্প পরিচালনা করেছিলেন এই পাওয়ার হিটিং কোচ। সেসময় লঙ্কান বোর্ডের নজরে এসেছিলেন তিনি। এবার তারাই সরাসরি এক বছরের মেয়াদে ব্যাটিং কোচ করার প্রস্তাব দেয় উডকে। যা লুফে নিতে বেশী দেরি করেননি এই কোচ।।
উল্লেখ্য, বাংলাদেশে এর আগেও ক্লাব পর্যায়ে কাজ করেছেন উড। ২০২২ বিপিএলে সিলেট সানরাইজার্সের ব্যাটিং কোচ হিসেবে ছিলেন তিনি। পরের বিপিএলে কাজ করেছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে। বিশ্বের আরও বিভিন্ন লিগে এবং অনেক ক্রিকেটারের সঙ্গে সরাসরি পাওয়ার হিটিং নিয়ে ব্যক্তিগতভাবে কাজ করেছেন তিনি।
ক্রিফোস্পোর্টস/৫অক্টোবর২৫/এফএএস
